প্রয়াত বলিউডের পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী সুলোচনা লটকার।

কলকাতা:- প্রয়াত বলিউডের পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী সুলোচনা লটকার। ২০০ টিরও বেশি হিন্দি এবং মরাঠি ছবিতে তিনি অভিনয় করেছেন। রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। সূত্রের খবর, প্রয়াত অভিনেত্রীর মেয়ে কাঞ্চন ঘনেকার জানান, বয়সজনিত সমস্যার কারণেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল তাঁর। অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার বিকেল সাড়ে পাঁচটার সময়ে শিবাজি পার্কে শেষকৃত্য হবে তাঁর। তার আগে সুলোচনার প্রভাদেবী রেসিডেন্সের বাড়িতে তাঁর মরদেহ রাখা থাকবে। সেখানে উপস্থিত হয়ে অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন প্রয়াত অভিনেত্রীকে।

সুলোচনার মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকস্তব্ধ বিনোদন জগৎও। অভিনেত্রী মাধুরী দীক্ষিত লিখেছেন, অন্যতম সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। ভারতীয় চলচ্চিত্র জগতের তাঁর অবদান অনস্বীকার্য। সেই সঙ্গে মাধুরী এও বলেছেন, প্রতিটি ছবিতেই সুলোচনার অভিনয় মনে থেকে যাওয়ার মতো। কিন্তু তাঁর প্রিয় ছবি মারাঠি ভাষার ‘সঙ্গতে আইকা’। মারাঠি ভাষায় শোকজ্ঞাপন করেছেন অভিনেতা রিতেশ দেশমুখ। উল্লেখ্য, সুদীর্ঘ কেরিয়ারে বহু ছবিতে অভিনয় করেছেন সুলোচনা। বিশেষ করে দেব আনন্দ, মনোজ কুমার, মেহমুদ এর মতো প্রায় সব কিংবদন্তি নায়কদেরই মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। প্রবীণ অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। জগৎ।