প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র, শোকপ্রকাশ মোদী-মমতার এবং রাষ্ট্রপতির

প্রয়াত হলেন ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে…’-র বিরু ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুতে ভারতীয় সিনেমা জগতের  একটি অধ্যায়ের অবসান হল। সিনেমা জগতে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার প্রকাশ্যে এসেছে ধর্মেন্দ্র অভিনীত ছবি ‘ইক্কিস’-এর নতুন পোস্টার। ছবির পোস্টারের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা। আর এদিনই দুপুরে প্রয়াত হলেন বলিউডের মহীরূহ ধর্মেন্দ্র। আগামী ৮ ডিসেম্বরে তিনি ৯০ বছরে পা রাখতেন। জন্মদিনের মাত্র ১৪ দিন আগে বলিউডজুড়ে শোকের ছায়া।

সোমবার শেষযাত্রায় প্রবীণ অভিনেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন স্ত্রী হেমা মালিনী, মেয়ে ঈশা দেওল, ছেলে সানি দেওল ও ববি দেওল। ছেলে সানি দেওল অভিনেতার মুখাগ্নি করেছেন বলে খবর। এ ছাড়াও উপস্থিত হন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান, সলমন খান, গৌরী খান, অক্ষয়কুমার-সহ ইন্ডাস্ট্রির অনেকে। প্রযোজক-পরিচালক কর্ণ জোহর লিখেছেন, ‘একটা যুগের অবসান ঘটল।‘

অভিনেতার মৃ্ত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সামজ মাধ্যমে লিখেছেন, ‘ধর্মেন্দ্রজির প্রয়াণে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হল। তিনি ছিলেন একজন আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি তাঁর অভিনীত প্রতিটি চরিত্রে আশ্চর্য আকর্ষণ এবং গভীরতা এনেছিলেন। তিনি যে ভঙ্গিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন, তা অসংখ্য মানুষের মনে দাগ কেটেছিল। ধর্মেন্দ্রজি তাঁর সরলতা, নম্রতা এবং উষ্ণতার জন্যও সমানভাবে প্রশংসিত ছিলেন। এই দুঃখের মুহূর্তে আমার সমবেদনা রইল তার পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য ভক্তদের প্রতি। ওম শান্তি।‘


শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ধর্মেন্দ্রজির পরিবার, বন্ধুবান্ধব, ভক্তমহলের প্রতি আমার সমবেদনা রইল। হেমা মালিনীজি ও পুত্রকন্যারা তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘প্রবীণ অভিনেতা এবং প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি। অভিনেতা তাঁর কর্মজীবনে অসংখ্য মন ছুঁয়ে যাওয়া অভিনয় পরিবেশন করেছেন। ভারতীয় চলচ্চিত্রের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে, তিনি এমন একটি উত্তরাধিকার রেখে গিয়েছেন যা তরুণ প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’