জনপ্রিয় অভিনেতা গোবর্ধন আসরানি প্রয়াত। সোমবার বিকেল ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে শেষ হয়ে গেল একটি অধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আসরানি। রাজস্থানের জয়পুরের বাসিন্দা আসরানি বহু বছর বলিউডে নানা ছবিতে অভিনয় করেছেন। তাঁর জন্ম ১৯৪১ সালে, এক সিন্ধু পরিবারে। আসরানির মৃত্যুতে শোকের ছায়া সিনেমাপ্রেমীদের মধ্যে।