মঙ্গলবার কলাকাতার বিড়লা একাডেমিতে হয়ে গেল বিখ্যাত আলোকচিত্রী কৌশিক ঘোষের ১৫তম চিত্র প্রদর্শনী। এছাড়া এদিন আলোকচিত্র সম্পর্কিত তাঁর ১৩ তম পুস্তক ‘ব্লুজ’ এর মোড়কও উন্মোচন করা হয়। এছাড়া নীল রঙের থিমের উপরে আলোকচিত্রের একটি সংগ্রহশালা প্রদর্শিত হয়। যা নীল রঙের মাধ্যমে এক নান্দনিক এবং দার্শনিক মাত্রা পেয়েছিল।
প্রদর্শনী ছাড়াও এদিন আলোচনারও ব্যবস্থা করা হয়। শিল্প, ধর্ম, আধ্যাত্মিকতা, সিনেমা, মানুষের মেজাজ এবং স্নায়ুর উপর নীল রঙের প্রভাব নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন সমীক বন্দ্যোপাধ্যায় (সমালোচক) , অত্রি ভট্টাচার্য. আইএএস, চন্দ্র ভট্টাচার্য (শিল্পী), রাজু রমন, বরুণ চন্দ (ভারতীয় অভিনেতা ও লেখক), সুদ্রিপ্ত ঠাকুর এবং অশোক বিশ্বনাথন (ভারতীয় চলচ্চিত্র নির্মাতা)।
যাঁরা নীল রঙের বিভিন্ন আঙ্গিক নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন। দর্শকের আসনে ছিলেন আবীর চট্টোপাধ্যায়, ঈশা সাহা, অমৃতা চট্টোপাধ্যায়, প্রেমেন্দু চাকী, অরিন্দম শীল, অর্ঘ্য কমল মিত্র, শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা, প্রেমেন্দু বিকাশ চাকী এবং ইপ্সিতা বরাত। তাঁদের মন্তব্য আলোচনাকে আরও সমৃদ্ধ করে তোলে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ কৌশিক ঘোষ বলেন, ‘ব্লু-এর মাধ্যমে আমি একটি রঙের গভীরতা এবং মেজাজকে ধরার চেষ্টা করেছি। যা শান্ত এবং গভীর। নীল আবেগ, স্মৃতি এবং প্রতিফলনকে জাগিয়ে তোলে। শিল্প, জীবন এবং মানব মানসিকতায় নীল রঙের উপস্থিতি অন্বেষণ করাই আমার চেষ্টা।‘