জল্পনার অবসান। মা হলে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শুক্রবার সকালে সমাজ মাধ্যমে সুখবর দিলেন ক্যাটরিনা-ভিকি। ছেলে হওয়ার খবর জানিয়ে লিখলেন ‘ব্লেসড’। কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা অনুরাগীদের।
গুঞ্জন শোনা গিয়েছিল, অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বর মাসের গোড়ার দিকে সন্তানের জন্ম দিতে চলেছেন ক্যাটরিনা কাইফ। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে নীরবতা ভাঙেন ভিকি-ক্যাট।
জানান, সন্তান আগমনের খবর। হবু মাকে শুভেচ্ছা জানিয়েছিলেন ‘প্রাক্তন’ সলমনও। সেই থেকেই চলছিল দিন গোনা। অপেক্ষার অবসান। শুক্রবার সকালে মা হলেন ক্যাটরিনা। ইনস্টাগ্রামে এই আনন্দের খরব ভাগ করে নিলেন ভিকি। মা ও সন্তান-দু’জনেই ভালো আছে বলে খবর।