নির্দেশক অনুরাগ বসুর পরবর্তী মিউজিক্যাল ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে অনেক জল্পনা-কল্পনার পর, অবশেষে নির্মাতারা ছবিটির ফার্স্ট লুক ভিডিও প্রকাশ করেছেন। এই ছবির সুবাদেই শ্রীলীলার বলিউডে অভিষেক হচ্ছে। শ্রীলীলাকে ছবির ফিমেল লিড হিসাবে ঘোষণা করার পাশাপাশি, নির্মাতারা ছবিতে কার্তিক আরিয়ানের ফার্স্ট লুকও উন্মোচন করেছেন।
ভিডিয়ো ক্লিপে কার্তিককে লম্বা চুল এবং দাড়ি-সহ রাফ অ্যান্ড টাফ চেহারায় দেখানো হয়েছে। রকস্টার অবতারে গিটার হাতে তাঁকে বিপুল জমায়েতের সামনে ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ গানটি গাইতে দেখা যাচ্ছে। এক ঝলকে কার্তিক এবং শ্রীলীলার উষ্ণ রোম্যান্সও চোখে পড়ে। একটি অংশে দেখা যায় যে নায়িকা, কার্তিককে আলিঙ্গন করে একটি বাইকে কার্তিকের সঙ্গে চলেছেন। পরবর্তী ক্লিপে তাঁদের একটি আরামদায়ক কেবিনের বাইরে বসে থাকতে দেখা যায়। সেই দৃশ্যে কার্তিক গিটার বাজাচ্ছে এবং শ্রীলীলা মন দিয়ে শুনছে।
সম্প্রতি আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর নাচের গান ‘কিসিক’-এ দেখা গিয়েছিল শ্রীলীলাকে। তাঁর আগের রিলিজ, ২০২৪ সালের ‘ভুল ভুলাইয়া ৩’। ধরে নেওয়া যাচ্ছে কার্তিক আরিয়ান এই বছরের দীপাবলি মাত করতে চলেছেন, কারণ তিনি ঘোষণা করেছেন যে, এই বছরের দীপাবলিতেই মুক্তি পাবে এই ছবি।