বর্তমান সমাজে অপরাধ বাড়ছে । মেয়েদের উপরে নির্যাতনের মাত্রাও বাড়ছে। তুলনা করলে দেখা যাবে, হয়তো আগের চেয়ে মেয়েরা কিছুটা বেশি আত্মবিশ্বসী হয়েছে, আত্মনির্ভর হওয়ার জন্য শিক্ষাকে গুরুত্ব দেওয়া শুরু করেছে। প্রত্যন্ত গ্রাম থেকে শিক্ষা অর্জনের জন্য বড় শহরগুলিতে এসে, নিজের লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। কিন্তু পরিবর্তন হয়েছে কি মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির? বোধহয় নয়। আর সেই জন্য মেয়েদের উপর ঘটে যাওয়া অপরাধের বিরুদ্ধে, মেয়েদেরই রুখে দাঁড়াতে হবে।
নির্দেশক বরুন দাসের ছবি ‘ঝুমুর’ তেমনই একটি গর্জে ওঠার বার্তা বয়ে আনবে। একজন আদিবাসী মেয়ে ‘ঝুমুর’ -এর প্রতিবাদের গল্প। দশভূজার মতন যে সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করে এবং শেষ পর্যন্ত জিতে যায়।
Advertisement
ঝুমুর মুর্মু আদতে প্রচন্ড মেধাবী একজন গ্রামের মেয়ে। পড়াশোনার পাশাপাশি খেলাধূলাতেও সমান দক্ষ। উচ্চ শিক্ষার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে সে পৌঁছোয় কলকাতায়। ভর্তি হয় এ শহরেরই এক নামী বিশ্ববিদ্যালয়ে।
Advertisement
নতুন শহর, নতুন সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব, এসব নিয়ে শুরুর দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। কিন্ত হঠাৎই হোস্টেলের রুমে এক বান্ধবীর আত্মহত্যা বদলে দেয় ঝুমুরের জীবন। এই আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে, ঝুমুরের মনে হয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি মেয়েরা আদৌ সুরক্ষিত?
একদিন নিজের আত্মরক্ষার জন্য ঝুমুরকে লড়াই করতে হয়েছে গ্রামের বন্য পশুর সঙ্গে। কিন্ত এবার অন্য লড়াই। এই শহরের মানুষরূপী নরখাদকদের সঙ্গে এ লড়াইয়ের পরিণাম কী? জানতে হলে ১৭ জানুয়ারি অবধি অপেক্ষা করতে হবে। সেদিনই মুক্তি পাচ্ছে সত্য রঞ্জন শীল ও রাজশ্রী রাজবংশী প্রযোজিত ছবিটি। অভিনয়ে রাজশ্রী, লাবণি সরকার, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, সাহেব চট্টোপাধ্যায় ও জন।
Advertisement



