১৯ ফেব্রুয়ারি – বক্স অফিস মাতিয়ে দিয়েছে বিক্রান্ত ম্যাসি অভিনীত চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’ . এই ছবির সাফল্যের পর তাঁর জনপ্রিয়তাও এখন উর্দ্ধমুখী। সকলের কাছ থেকেই অভিনব সাড়া পাচ্ছেন এই অভিনেতা। দর্শক থেকে তারকা জগৎ সবাই তাঁর অভিনয়ে মুগ্ধ। টেলিভিশন শো ‘বালিকা বধূ’ দিয়ে বিক্রান্ত-এর অভিনয়ের যাত্রা শুরু। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন যে টেলিভিশন থেকে তাঁর পরিচিতির শুরু, সেই টেলিভশন ছাড়ার পিছনে কারণ কি।