• facebook
  • twitter
Saturday, 22 March, 2025

টেলিভিশন থেকে পরিচিতি, টেলিভিশনকে বিদায় – কারণ জানালেন ‘টুয়েলভথ ফেল’ বিক্রান্ত 

১৯ ফেব্রুয়ারি – বক্স অফিস মাতিয়ে দিয়েছে বিক্রান্ত ম্যাসি অভিনীত চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’ . এই ছবির সাফল্যের পর তাঁর জনপ্রিয়তাও এখন উর্দ্ধমুখী।  সকলের কাছ থেকেই অভিনব সাড়া পাচ্ছেন এই অভিনেতা। দর্শক থেকে তারকা জগৎ সবাই তাঁর অভিনয়ে মুগ্ধ। টেলিভিশন শো ‘বালিকা বধূ’ দিয়ে বিক্রান্ত-এর অভিনয়ের যাত্রা শুরু। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন যে টেলিভিশন থেকে তাঁর

১৯ ফেব্রুয়ারি – বক্স অফিস মাতিয়ে দিয়েছে বিক্রান্ত ম্যাসি অভিনীত চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’ . এই ছবির সাফল্যের পর তাঁর জনপ্রিয়তাও এখন উর্দ্ধমুখী।  সকলের কাছ থেকেই অভিনব সাড়া পাচ্ছেন এই অভিনেতা। দর্শক থেকে তারকা জগৎ সবাই তাঁর অভিনয়ে মুগ্ধ। টেলিভিশন শো ‘বালিকা বধূ’ দিয়ে বিক্রান্ত-এর অভিনয়ের যাত্রা শুরু। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন যে টেলিভিশন থেকে তাঁর পরিচিতির শুরু, সেই টেলিভশন ছাড়ার পিছনে কারণ কি।

সামদিশের ইউটিউব চ্যানেল ‘আনফিল্টারড বাই সামদিশ’-এক সাক্ষাৎকার দেন অভিনেতা বিক্রান্ত। তিনি বলেন,  ‘অনেক কিছুই এমন ছিল, যা বারবার ঘটছিল। যে কারণে আমি টিভি ছেড়েছি। সবাই একই জিনিস করছিল। এটি যেকোনও ক্ষেত্রেই হোক না কেন, যখন একটি নির্দিষ্ট জিনিস কাজ করে, তখন শুধুমাত্র তাঁর সংস্করণগুলি অনুকরণ হয়। টিভিতে মিসজিনিস্টিক কন্টেন্ট কাজ করত। বহু পে অত্যাচারও ছিল, সেখানে টিকে থাকতে, টিআরপির জন্য এটি করা হচ্ছিল।’
 
তিনি আরও বলেন, ‘টিভিতে, অনেক বিরক্তিকর জিনিস ঘটে। আমাদের অভ্যন্তরীণ রেটিং অনুসারে এই ধরনের এপিসোডগুলো তৈরি হয় ।  এই ‘অভ্যন্তরীণ গবেষণা’  অনেককে বোকা বানিয়েছে এবং ‘মহাপর্ব’ হিসেবে চালিয়েছে। এই নিয়ে আমি তাঁদের সঙ্গে যুদ্ধ করেছি এবং বলেওছি যে আমি এটা করব না।’
 
বিক্রান্ত ম্যাসি আরও বলেছেন, ‘আমি ভেবেছিলাম আমি আরও অনেক কিছু করতে পারি, কিন্তু, তারা আমাকে কাজে লাগাতে পারছে না। বালিকা বধূতে আমার চুক্তি মাত্র দুই মাসের জন্য। এটি একটি ক্যামিও ছিল। কিন্তু, লোকেরা এটিকে এতটাই পছন্দ করেছিল যে এটি দুই বছর ধরে চলেছিল। আমি এতদিন এটি করেছি। কারণ, আমি যা করি, তাতে বিশ্বাসী। কিন্তু, তারপর এটা একেবারে অন্যভাবে তুলে ধরে।’
 
বিক্রান্ত ম্যাসি এখন ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ এবং রাজকুমার হিরানি প্রযোজিত একটি শিরোনামবিহীন ওয়েব সিরিজে অভিনয় করছেন।  ব্যক্তিগত জীবনে বিয়ের দুই বছর পর, বিক্রান্ত ম্যাসি এবং শীতল ঠাকুরের ঘরে পুত্রসন্তান এসেছে।  ওয়েব শো ‘ব্রোকেন বাট বিউটিফুল’ এর সেটে দেখা হয়েছিল শীতল এবং বিক্রান্তের, তারপরই তাঁরা ডেটিং শুরু করেন। ২০১৯ সালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বাগদান সারেন তাঁরা।২০২৩-এর ফেব্রুয়ারিতে দু’জনে গাঁটছড়া বাঁধেন। ‘টুয়েলভথ ফেল’ -এ ভালো নম্বর নিয়ে পাশ করার পর সময়টা মন্দ কাটছে না বিক্রান্তের।