প্রশ্ন : যত দিন যাচ্ছে শ্রাবন্তীর গ্ল্যামার তত বাড়ছে, এর আসল রহস্য কী?
শ্রাবন্তী : হা-হা-হা, তোমাদের আন-কন্ডিশনাল ভালোবাসা। আর তার সঙ্গে অবশ্যই জীবনে চলার পথে অনেক নেগেটিভ কিছু আসে, আমি সব কিছুকে সরিয়ে রেখে পজিটিভ থাকতে ভালোবাসি। আমি ভীষণই পজিটিভ থাকি। লাইফ ইজ আনপ্রেডিকটেবল। প্রতিটি মুহূর্ত বাঁচতে হবে। জীবন হার্ট লাইনের মতো। তাই হয়তো…
Advertisement
প্রশ্ন : যত দিন যাচ্ছে অভিনয়ের ম্যাচিউরিটি শ্রাবন্তীকে অন্য পরিপূর্ণতা দিচ্ছে?
Advertisement
শ্রাবন্তী : এর জন্য আমি অবশ্যই থ্যাংকস জানাই আমার সব পরিচালকদের। খুব ভালো সাবজেক্ট আর এত ভালো সব চরিত্র তারা আমাকে দিয়েছে। মন দিয়ে অভিনয় করার প্রচুর সুযোগ পেয়েছি।
প্রশ্ন: অনেকদিন পর শ্রাবন্তী আবার কমার্শিয়াল ছবিতে। সঙ্গে নতুন জুটি।
শ্রাবন্তী : একদম। আমি কমার্শিয়াল ছবি ভীষণ পছন্দ করি। আজকের শ্রাবন্তী ওই ছবি থেকেই উঠে এসেছে। নতুন জুটি জিতু-শ্রাবন্তীকে দর্শক দেখতে পাবে। আমার নতুনদের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। জিতুর কাজ আমি দেখেছি। ও ভীষণই একজন ফাইনেস্ট অভিনেতা। কাজ করার সময় সেটা আরো ভালোভাবে বুঝতে পেরেছি। কমার্শিয়াল ছবিতে এই জুটি দর্শকদের খুব ভালো লাগবে, এটা বলতে পারি। এর জন্য আমি অবশ্যই থ্যাংকস জানাই হিমাংশু ভাইয়াকে আর পরিচালক অংশুমানকে। ড্যান্স, প্রেম, অ্যাকশন, কমেডি কমার্শিয়াল ছবির সব কিছু মসালা আছে এই বাবুসোনাতে।
প্রশ্ন : প্রেম করতে গিয়ে কাউকে কখনো বাবুসোনা বলে ডেকেছ?
শ্রাবন্তী : প্লিজ্জ্… ন্যাকা-ন্যাকাভাবে প্রেম কখনোই আমি করতে পারি না। জানো তো ‘বাবু’ বলে কোনদিনই কাউকে ডাকতে পারলাম না। আমার কাছে প্রেমটা খুব ক্লিয়ার কাট। ভালোবাসাটা ভীষণ স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে আসে। বাবুসোনা মার্কা ন্যাকা প্রেমটা ঠিক আমার জন্য না। তবে এই ছবিতে আমি ‘বাবু’। জিতু ‘সোনা’। আর প্রেমটা কিন্তু ভীষণই মজার। দারুণ কমেডি একটা ছবি। আমি, জিতু, পায়েল, সাগ্নিক সহ আরো অনেকেই আছে।
প্রশ্ন : শ্রাবন্তীর জীবনে প্রেমদিবসের মানে কী?
শ্রাবন্তী : আমার কাছে প্রতিটা দিনই প্রেমদিবস। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য আলাদা কোনোদিনের কিন্তু সত্যিই দরকার হয় না। তার সঙ্গে সময় কাটানোটাই আমার কাছে একটা সেলিব্রেশন। বর্তমান যুগে প্রত্যেকেই তার নিজের কাজে খুব ব্যস্ত থাকে। তাই খুব কাছের মানুষকে নিয়ে আমরা যখন সময় কাটাই, সেই সময়টা আমার কাছে খুব স্পেশাল মুহূর্ত। তবে আমার খুব ভালো লাগে প্রেমদিবসের এই উত্তেজনাটা। সরস্বতী পুজোই আমাদের কাছে প্রেমের মূল দিন। আমি গাড়ি নিয়ে ঘুরে ঘুরে সব জ্যান্ত সরস্বতী আর কার্তিকদের দেখি। আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই দিনে যেসব ছোট ছোট মেয়েরা শাড়ি পরে বেরোয়, তাদের দেখে আমি আমার স্কুলজীবনে ফিরে যাই।
প্রশ্ন: প্রেমদিবসে তোমার ছবি আছে, কী বলবে দর্শকদের?
শ্রাবন্তী : নতুন জুটি, সেই জুটির কাজ দেখতে হলে আসতেই হবে। আর বিশেষ করে যারা নতুন প্রেম করছ এবং যাদের প্রেম পুরনো, ছবি দেখতে বসে কেউ কিন্তু বোর হবে না। মসালাদার কমেডি ছবি। আর সবাই বলে, শ্রাবন্তী নাকি মন চুরি করে। এই ছবিতে কী চুরি করেছি জানতে হলে অবশ্যই দেখতে হবে ‘বাবুসোনা’।
Advertisement



