সুস্মিতা বর্মন
ওটিটিতে রহস্য সমাধান সিরিজে ইন্দু বেশ এগিয়েই ছিল। অসমাপ্ত গল্পের সমাধানই হওয়ার কথা ছিল ‘ইন্দু ২’-তে । তবে তা হয়নি। আবারও রহস্যে মিশেলে পরবর্তী সিজনের জন্য অপেক্ষা করতে হয় দর্শককে। ২০২১ থেকে এখন ২০২৫। অবশেষে ‘ইন্দু’র রহস্য সমাধান হতে চলেছে। হইচইতে এসেছে ‘ইন্দু ৩’। তবে প্রথম দুটো সিরিজ টান টান উত্তেজনার হলেও, এবারের সিজনে খানিক মন্থর। প্যাটার্ন খানিক একই। তবে গল্প নিয়ে কথা বলতে গেলে, সবটা বলে দেওয়াই হবে।
২০২১ সালে হইচই-এ মুক্তি পেয়েছিল ‘ইন্দু’। মুখ্য চরিত্রে দর্শক দেখেছিলেন অভিনেত্রী ইশা সাহাকে। রহস্য-রোমাঞ্চে ভরপুর এই সিরিজের দৌলতে দর্শকের প্রশংসা পেয়েছিলেন ইশা। এই ওয়েব সিরিজের গল্পের শুরু হয়েছিল ইন্দু ওরফে ইন্দ্রাণীর বিয়েকে ঘিরে। বিয়ে নিয়ে একের পর এক রহস্যময় ঘটনা যেন ইন্দুকে টেনে নিয়ে যায় তাঁর শ্বশুরবাড়িতে। বিয়ের জন্য রাজি হয় ইন্দু। কিন্তু শ্বশুরবাড়িতে এসেও চলতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। আর সেই সব ঘটনার সমাধান সূত্র না বলেই শেষ হয়ে যায় ইন্দু সিরিজের ২ টো সিজন। এবার রহস্যের সমাধান।
‘ইন্দু’র রহস্য সমাধানের জন্য বহুদিন ধরেই অপেক্ষায় আছেন দর্শক। এবার সমাধান হবে। কে রয়েছে এই চক্রান্তের মূলে? জানতে হলে ইন্দু ৩ দেখতে হবে। কারণ, এবারের সিজনেই অপরাধীর মুখোশ খুলবেন ইশা সাহা। হইচইতে দেখা যাচ্ছে এই সিরিজ।