অমিতাভ বচ্চন ছাড়া কাউকেই আমি ‘বিজয়’ নাম দিইনি : জাভেদ আখতার

‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর ১৭-তম সিজনে অমিতাভ বচ্চনের ৮৩-তম জন্মদিন উদযাপন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার এবং তাঁর পুত্র, অভিনেতা-পরিচালক ফারহান আখতার। সেই অনুষ্ঠানেই অমিতাভ বচ্চনকে নিয়ে একটি মজার তথ্য প্রকাশ করেন জাভেদ আখতার।

জাভেদ আখতার জানান, আমি কখনও অমিতাভ বচ্চন ছাড়া অন্য কাউকে ‘বিজয়’ নাম দিইনি। বলিউডের স্বর্ণযুগের এক অমর অধ্যায় এই নাম ‘বিজয়’, যা অমিতাভের একাধিক সুপারহিট চরিত্রের সঙ্গে জড়িয়ে আছে – ‘জঞ্জির’, ‘দেওয়ার’, ‘ডন’ থেকে ‘ত্রিশূল’ পর্যন্ত। এই চরিত্রগুলোই গড়ে তুলেছে ‘অ্যাংরি ইয়াং ম্যান’-এর সেই আইকনিক ইমেজ, যা আজও দর্শকদের মনে অমলিন।