• facebook
  • twitter
Friday, 6 December, 2024

কীভাবে পায়ে গুলি লেগেছিল, সংবাদ মাধ্যমকে জানালেন গোবিন্দা

এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। আগামী ৬ সপ্তাহ তাঁকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতালের তরফ থেকে।

১ অক্টোবর, মঙ্গলবার খবরের শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেতা গোবিন্দা। তাঁর পায়ে গুলি লাগার খবর ছড়িয়ে পড়ে সারাদেশে। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আজ, শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। আর তারপরই মুখোমুখি হন সংবাদমাধ্যমের।তিনি নিজেই জানান কীভাবে তাঁর পায়ে গুলি লেগেছিল।

হুইল চেয়ারে করে আজ হাসপতালে থেকে বেরিয়ে আসেন বলিউডের হিরো নম্বর ওয়ান গোবিন্দা। আর তারপরই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। পায়ে গুলি লাগা প্রসঙ্গে তিনি বলেন, মঙ্গলবার কলকাতায় আসার কথা ছিল তাঁর। সকালেই ছিল ফ্লাইট। কিন্তু হঠাৎ ভোরবেলা ঘটে যায় বিপত্তি। পা থেকে গলগল করে রক্ত ঝরতে দেখেন তিনি। যা দেখে তাঁর মাথায় একটাই চিন্তা আসে, ঘরের কাউকে এই বিষয়ে জড়াবেন না। ডাক্তারের ভরসাতেই থাকবেন।

যদিও ঘটনাটি খবরের শিরোনামে আসার পর জানা যায়, রাইফেল পরিষ্কার করতে গিয়ে হঠাৎই তা ভুল করে চালিয়ে ফেলেন তিনি। আর যা থেকেই ঘটে যায় ভয়ংকর এই ঘটনা।

হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করে পা থেকে বের করা হয় গুলি। রক্তক্ষরণ বেশি হওয়ায় আইসিইউ-তেও ভর্তি হতে হয় তাঁকে। বৃহস্পতিবার শারীরিক উন্নতি হওয়ায় আইসিইউ থেকে জেনেরাল বেডে স্থানান্তরিত করা হয় অভিনেতাকে। আর আজ তাঁকে ছাড়া হয় হাসপাতাল থেকে।

যদিও এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। আগামী ৬ সপ্তাহ তাঁকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতালের তরফ থেকে।