বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। বাঙালির ড্রয়িংরুমে এখন তাঁর নিত্য আনাগোনা ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অপর্ণা হিসেবে। তবে কয়েকদিনের জন্য কাজের থেকে বিরতি নিয়েছিলেন দিতিপ্রিয়া। সদ্যই তাঁর নাকের অস্ত্রোপচার হয়েছে। কোজাগরী লক্ষ্মীপুজোর পরপরই অস্ত্রপচার হয় তাঁর। এখনও পুরোপুরি সুস্থ নন অভিনেত্রী। তাও তিনি কাজে ফিরেছেন। শারীরিক বা মানসিক কষ্টকে দূরে সরিয়েই কাজে মন দিয়েছেন তিনি। কিন্তু ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলি দেখার পর থেকেই অনেকেই তাঁকে অনেকরকম মন্তব্য করে বিব্রত করছেন।
কিন্তু দিতিপ্রিয়া কখনই চুপ থাকার মেয়ে খুব একটা নয়। জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আপনারা কেউ কেউ জানতে চাইছেন কেন আমাকে পর্দায় এত ফ্যাকাশে এবং অসুস্থ দেখাচ্ছে। স্পষ্ট করে বলছি, আমি সম্প্রতি একটি অস্ত্রোপচার করিয়েছি। বর্তমানে আমি নাকে সেলাই এবং সাইল্যাস্টিক শিট নিয়েই শ্যুটিং করছি। এই অবস্থায় আমার বেশি কথা বলা বারণ, এমনকি হাসাটাও খুব কষ্টের। ব্যথা সত্ত্বেও, আমি এখনও পর্দায় আসার চেষ্টা করছি কারণ আপনাদের ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের উদ্বেগ এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।’
Advertisement
তিনি স্পষ্টই জানান হাসতেও কষ্ট হচ্ছে তাঁর। তাঁর এই পোস্টের পরেই অনেকেই সহানুভূতি জানিয়েছেন অভিনেত্রীকে। পরামর্শ দিয়েছেন সাবধানে থাকতে, সাবধানে কাজ করতে। তাঁর পাশে রয়েছেন ধারাবাহিকে দিতির সহঅভিনেতা জিতুও। দিতিপ্রিয়ার পোস্টটি শেয়ার করে জিতু লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার যোদ্ধা।’
Advertisement
Advertisement



