চারিদিকে প্রেম প্রেম রেশ থাকলেও প্রেমজীবনটা একেবারেই ভালো কাটছে না জ্যাকি পুত্র টাইগারের। একেবারে অতীষ্ঠ হয়ে উঠেছেন তিনি। রেগে লাল হয়ে যাচ্ছেন নাকি প্রেমিকার ওপরে।
কিন্তু কি এমন হল যে তিনি প্রেমিকার ওপর এত রেগে গেছেন? কিন্তু প্রেমিকা যদি কথায় কথায় রাগ করেন, সহকর্মীর সাথে কাজের বাইরে বা তাদের সোশ্যাল মিডিয়ার ছবিতে লাইক দিকে যদি সন্দেহ আর ঝগড়া করেন তবে না রেগে উপায় কি! ঠিক এই অবস্থাই টাইগারের।
প্রেমিকের একাধিক সহ অভিনেত্রীকে নিয়ে নিরাপত্তাহীনয়ায় ভুগছেন দিশা আর সেসব নিয়েই তুমুল ঝামেলা চলছে টাইগারের সঙ্গে।
বলিউডে এখন জোর গুঞ্জন যে, দিশা নাকি ফতোয়া জারি করেছেন যে শ্যুটিংয়ের বাইরে কোনও অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে না এমনকি অন্য নায়িকাদের সোশ্যাল মিডিয়ের ছবিতে লাইকও দেওয়া যাবে না।
দিশার খবরদারিতে অনেক বন্ধু কাটছাঁট হয়েছে টাইগারের ইতিমধ্যেই। বেশি খবরদারিতে হিতে বিপরীত হতে কতক্ষণ!
Advertisement
Advertisement



