১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘দানব’। ছবিটি সাইকো থ্রিলার হলেও একটি সামাজিক বার্তা এই সিনেমার মাধ্যমে আমরা দর্শকের কাছে তুলে ধরা হয়েছে। ছবির পরিচালক আতিউল ইসলাম। তিনি ছবির প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমার প্রতিটি সিনেমাতে সামাজিক নৈতিক একটি বার্তা থাকে। আমার পরিচালিত ছবি ‘কিশলয়’ তাতেও আমি শিশু মনস্তাত্ত্বিক নিয়ে নৈতিক বার্তা দর্শকের কাছে উপস্থিত করেছিলাম।’ফাতেমা’ সিনেমাতেও একটি বার্তা আছে ‘সবার উপরে মানুষ সত্য’ । আমি মনে করি সিনেমা মানুষকে সঠিক পথে নিয়ে আসতে পারে। সিনেমার মাধ্যমে আমরা সমাজকে যদি কোন ভালো বার্তা দিতে পারি সেটি হবে আমার কাছে অনেক বড় গর্বের বিষয়। পাশাপাশি যাতে প্রযোজক তার মুনাফা হয় সেটিও মাথায় থাকে। ‘দানব’ ছবিতে রুপম ইসলাম একটি গান গেয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন সামিদ মুখার্জি। বহুবছর পর দুই জনের যুগলবন্দি শোনা যাবে। দ্বিতীয় গানটি গেয়েছেন জাবেদ আলি গেয়েছেন আর সুর দিয়েছেন দেবজ্যোতি কর।
‘দানব’ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী রূপসা। ছবিতে কাজ করা নিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আতিউল ইসলাম এমন একজন পরিচালক, যিনি অভিনেতাকে নিজের মতো করে চরিত্রটাকে অনুভব করতে দেন, আর সেই স্বাধীনতাই আমাকে ‘উমা’কে গভীরভাবে বুঝতে সাহায্য করেছে। উমার জীবন সংগ্রাম, তার বাবার দায়িত্ব, নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন—আর সেই স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণার ভেতর দিয়ে চরিত্রটি এগোয়। প্রেম না-পাওয়া থেকে জন্ম নেওয়া রাগ আর প্রতিশোধের যে যাত্রা, তা দর্শকদের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।’
তিনি আরও বলেন, ‘আমরা সত্যিই পরিবারের মতো কাজ করেছি। দানব আমার হৃদয়ের খুব কাছের একটি প্রোজেক্ট, আশা করি দর্শকও উমার যাত্রার সঙ্গে সংযোগ খুঁজে পাবেন।’