বাণিজ্যনগরীতে কোভিড সংক্রামিতের সংখ্যা মিনিটে মিনিটে বৃদ্ধি পাচ্ছে। সামগ্রিক পরিস্থিতির ভয়াবহতা গত বছরের লকডাউনের কথা মনে করিয়ে দিচ্ছে। পাশাপাশি, আর ক’দিনের মধ্যে ফের কঠোর লকডাউন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বলি তারকাদের অনেকেই ইতিমধ্যে কোভিড আক্রান্ত হয়েছেন। দেওল পরিবারের তিন গৃহপরিচারিকার কোভিড পজিটিভ ধরা পড়তেই খােদ গৃহকর্তা ধর্মেন্দ্র কোভিড় পরীক্ষা করান। তার কোভিড রিপাের্ট নেগেটিভ এসেছে।
Advertisement
ধর্মেন্দ্র জানিয়েছেন, ‘ভগবান দয়া করেছেন। তিনি ওই হাউস স্টাফদের নিজের বাড়িতেই আইশােলেশনে রাখার ব্যবস্থা করেছেন। তাঁদের সমস্ত দেখাশুনাও করছেন। কোভিডের দ্বিতীয় ওয়েভ নিয়ে চিন্তিত ধর্মেন্দ্র বলেন, ‘যদি পরিস্থিতি সামাল দেওয়া না যায়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।
Advertisement
Advertisement



