সম্প্রতি উদয়শঙ্করের ১২৫তম জন্মবার্ষিকী হয়ে গেল শান্তিনিকেতনে। এবছর পশ্চিমবঙ্গের নানা জেলার মোট বাইশটি নৃত্যসংস্থা এই উৎসবে অংশগ্রহণ করে। মমতা শঙ্কর বললেন, ‘আজও ওঁকে নতুন, নতুন করে জেনে চলেছি। এই জানা ফুরোবার নয়।
এই নাচ সবাইকে একটা সূত্রে বেঁধে রাখে। আমাদের মনকে শুদ্ধ করে, ভালো একজন মানুষ হয়ে উঠতে সাহায্য করে, অনুপ্রেরণা জোগায়।’