টেলিভিশনে ১৪ বছরের জার্নি সেলিব্রেট করলেন অভিনেত্রী নিয়া শর্মা। সেলিব্রেশনের একগুচ্ছ ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।
একটি ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশনে ৩৩ বছর বয়সে শেয়ার করেছেন তাঁর আনন্দ উদযাপনের ছবি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, নিয়ে একটি স্পেশাল কেক নিয়ে আছেন। সেই কেকে থাকা ছোট্ট একটি পোস্টারে লেখা ‘নিয়া শর্মার ১৪ বছর’। ছবি ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, গোটা ঘরটা খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।
পরে বেশ কিছু ক্যান্ডিড শট পোস্ট করেন নিয়া। একটি ভিডিও-ও শেয়ার করা হয়, যেখানে ধরা পড়েছে, ঘরের সাজসজ্জা দেখে নিয়া মোহিতে হয়ে গিয়েছেন। অন্য একটি ক্লিপে দেখা গিয়েছে, নিয়া কেক কাটছেন, মোমবাতিতে ফুঁ দিচ্ছেন।
জীবনের এক স্মরণীয় দিন সম্পর্কে নিয়া লিখেছেন, আমার অভিনয় জীবনের ১৪-তম বর্ষ পূর্তি। অসাধারণ ছাড়া আর কিছুই হয়নি। সমস্ত ভালো বিষয়গুলির জন্য চিরকৃতজ্ঞ এবং মন্দ জিনিসের জন্যও..সকলেই সম্মান ও মর্যাদার সঙ্গে আমার অভিনয়কে গ্রহণ করেছেন। সবাই মিলে লড়েছি…জিতেছি…সবকিছুই ভালো লেগেছে।
২০১০ সালে ‘কালি-এক অগ্নিপরীক্ষা’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন নিয়া শর্মা। এরপর ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন নামকরা অভিনেতার সঙ্গে ‘এক হাজারো মে মেরি বেহনা হ্যায়’ ছবিতে অভিনয় করেন। এই সিনেমার পরই তিনি লাইমলাইটে চলে আসেন।
এখন নিয়া তাঁর শো ‘সুহাগান চুড়াইল’ নিয়ে ব্যস্ত রয়েছেন। জনপ্রিয় এই শো-টি জিও সিনেমা এবং কালার্স টিভিতে সম্প্রচারিত হচ্ছে। এই ধারাবাহিকেই অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। এছাড়াও রয়েছেন – জায়ান ইবাদ খান, আরাধনা শর্মা, অপরা মেহতা, শচীন খুরানা, আমন দীপ গর্গ এবং জ্যোতি মুখার্জি। ২০২৪ সালের ২৭ মে থেকে শুরু হয়েছে ‘সুহাগান চুড়াইল’।