কলকাতা:- বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া টু’-এর স্বত্ব নাকি ইতিমধ্যেই কিনে ফেলেছেন প্রযোজক জ্ঞানভেল রাজা। তামিল ভাষায় তৈরি ‘ভুলভুলাইয়া টু’ ছবির মুখ্য চরিত্রে কোন কোন অভিনেতাকে দেখা যাবে, সেই বিষয় জানা না গেলেও শোনা যাচ্ছে, কাস্টিংয়ে রয়েছে বড় চমক। শুধু কাস্টিং নয়, শীঘ্রই পাওয়া যাবে ছবির আরও নতুন আপডেট। বলিউডে বহুদিন পর ভূতের ছবি মুক্তি পাওয়ায় ‘ভুলভুলাইয়া টু’ বক্স অফিস কালেকশনে ২০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে। পরবর্তী সময় এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর চুটিয়ে উপভোগ করেছে দর্শক।
ভুলভুলাইয়া টু’ এর রিমেক হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতে স্বাভাবিক ভাবেই খুশি দর্শকরা। সূত্রের খবর, ‘ভুলভুলাইয়া টু’ তে ভালো অভিনয়ের জন্যই বিলাসবহুল স্পোর্টস গাড়িটি পেয়ে প্রযোজকের কাছে আরও একটি উপহারের আর্জিও জানিয়ে অভিনেতা কার্তিক আরিয়ান লিখেছিলেন, চাইনিজ খাওয়ার সময় নতুন উপহার পেয়ে গেলাম। শুনেছিলাম পরিশ্রমের ফল মিষ্টি হয়। কিন্তু এত বড় হয় জানা ছিল না। প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া’ -র সিক্যুয়েল ছবি ‘ভুলভুলাইয়া টু’। ‘ভুলভুলাইয়া’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা, আমিশা পটেল সহ অন্যান্যরা। ছবিটি সুপারহিট হওয়ার পর দর্শকদের চাহিদা অনুযায়ী সিক্যুয়েলের চিন্তা ভাবনা শুরু হয়। সিক্যুয়েল ঘিরে পরিচালক অনীশ বাজমির প্রত্যাশা অনেকটাই বেশি ছিল। বক্স অফিস কালেকশনই বলে দিয়েছে সেই প্রত্যাশা পূরণ করেছে ‘ভুলভুলাইয়া টু’। এই ছবিতে অভিনয় করেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী ও তব্বু, সঞ্জয় মিশ্রা, রাজপাল যাদব সহ অন্যান্যরা।
Advertisement
Advertisement
Advertisement



