লক্ষ্মণ কেল্লায় আজ সন্ধ্যেয় শুরু হল রামলীলা। উত্তরপ্রদেশের পর্যটনমন্ত্রী নীলকান্ত তিওয়াড়ি রামলীলার উদ্বোধন করেন। মহালয়া থেকে দশেরা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত রামলীলা হবে। সমগ্র বিশ্বে যত রামলীলার আয়োজন করা হয়, তার মধ্যে সর্ববৃহৎ অযোধ্যার রামলীলা।
আগের বছরের মতোই এ বছরও ভার্চুয়ালি পদ্ধতিতে রামলীলার আয়োজন করা হয়েছে। বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী রামলীলায় অংশ গ্রহণ করেছেন। বলি অভিনেত্রী ভাগ্যশ্রী মাতা সীতার চরিত্রে অভিনয় করছেন। ভগবান হনুমানের চরিত্রে বিন্দু দারা সিংকে দেখা যাবে।
Advertisement
বিজেপি সাংসজ ও ভোজপুরী অভিনেতাকে অঙ্গদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অযোধ্যার রামলীলার আয়োজকরা এই বছর ৫০ কোটি ভিউয়ারশিপ হবে বলে আশা করছেন। গত বছর রামলীলার ১৬ কোটি ভিউয়ারশিপ হয়েছিল।
Advertisement
Advertisement



