৯৬তম অস্কার অ্যাওয়ার্ডে সেরা ওপেনহাইমার

Written by SNS March 11, 2024 11:30 am

স্টেটসম্যান ওয়েব ডেস্ক: আজ সোমবার, লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সেরার সেরা ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। একাধিক বিভাগে পুরস্কার জিতে শ্রেষ্ঠতর সিনেমা হয়ে উঠেছে এটি। এর আগে গ্লোব সহ একাধিক পুরস্কার পেয়েছিল ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবিটি। তাই এবারের অস্কারে ওপেনহাইমারকে ঘিরেই ছিল বাজি। মোট ১৩টি বিভাগে মনোনীত হয়েছিল ক্রিস্টোফার নোলান পরিচালিত এই ছবিটি। যার মধ্যে সাতটিতে অস্কার পেয়েছে ওপেনহাইমার। একই সঙ্গে পুর থিংসও একাধিক বিভাগে জিতেছে পুরস্কার। তবে সিনেমাপ্রেমীদের কাছে ভালো লাগলেও অস্কারের মঞ্চে জ্বলে উঠল না বার্বি ও লিওনার্দো ডি ক্যাপ্রিওর কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন।

অস্কারের ইন মেমোরিয়াম বিভাগে স্মরণ করা হল যোধা আকবর-এর প্রোডাকশন ডিজাইনার নীতিন দেশাই। ২০২৩ সালের ২ অগস্ট মুম্বইয়ের কাছে কারজাটে নিজের স্টুডিওতে ৫৭ বছর বয়সী দেশাইকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রতি বছর, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তার ইন মেমোরিয়াম মন্তাজে গত এক বছরে প্রয়াত কিংবদন্তি শিল্পীদের শ্রদ্ধা জানায়। যিনি লগন এবং হাম দিল দে চুকে সনমের মতো ব্লকবাস্টার সিনেমার সেট তৈরি করেছিলেন, তিনি ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে সম্মানিত চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন। তিনি যোধা আকবর এবং প্রেম রতন ধন পায়োর মতো চলচ্চিত্রের পাশাপাশি, জনপ্রিয় টিভি কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতিতেও তাঁর শিল্পকর্মের পরিচয় দিয়েছিলেন।

এক নজরে এবারের অস্কার:-
সেরা সিনেমা- ওপেনহাইমার
সেরা অভিনেতা- সিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুর থিংস)
সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
সেরা সহ অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা আন্তর্জাতিক ফিচার: দ্য জোন অব ইন্টারেস্ট (ব্রিটেন)
সেরা সহ অভিনেত্রী- ড্যাভাইন জয় র‌্যানডলফ (দ্য হলডোভার্স)
সেরা চিত্রনাট্য(অরিজিনাল)- জাস্টিন ট্রিয়েট ও আর্থার হারারি (অ্যানাটমি অব আ ফল)
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): কর্ড জেফারসন (আমেরিকান ফিকশন)
সেরা অ্যানিম্যাটেড ফিচার: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা অরিজিনাল স্কোর: লুডউইগ গোরানশন (ওপেনহাইমার)
সেরা ডকুমেন্টারি ফিচার: ২০ ডেইজ ইন মারিউপল
সেরা গান: বার্বি সিনেমাতে হোয়াট ওয়াস আই মেড ফর গানের জন্য বিলি এলিশ এবং ফিননেস ও কননেল
সেরা ডকুমেন্টারি শর্ট: দ্য লাস্ট রিপেয়ার শপ
সেরা অ্যানিমেটেড শর্ট: ওয়ার ইজ ওভার, ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো
সেরা সাইন্ড: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা লাইভ অ্যাকশন শর্ট: দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার
সেরা প্রোডাকশন ডিজাইন: পুর থিংস
সেরা ভিস্যুয়াল এফেক্টস: গোডজিলা মাইনাস ওয়ান
সেরা হেয়ার ও মেকআপ: পুর থিংস
সেরা সিনেমা সম্পাদনা: ওপেনহাইমার
সেরা পোশাক: পুর থিংস
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার