• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

সলমান খানের বিগ বসে যেতে চান বাঙালি অভিনেত্রী মালবিকা

বিগ বস বাংলায় অংশগ্রহণের খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন অভিনেত্রী

সলমান খানের বিগ বস সিজন ১৮–এ অংশগ্রহণ করতে চান বাঙালি অভিনেত্রী মালবিকা ব্যানার্জি। সম্প্রতি এরকমই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘বিগ বসের মাধ্যমে আমার অনুগামীরা ব্যক্তিগতভাবে আমাকে চিনতে পারবেন। আমার সঙ্গে তাঁদের যোগাযোগ আরও নিবিড় হবে।’

কয়েকবছর আগে সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মালবিকা। তিনি বলেছিলেন, ‘বিজয় হিন্দি বুঝত না। আমি ওর সঙ্গে হিন্দিতে কথা বলতে গেলে হাসাহাসি করত। হিব্রু মনে হত ওর। ওকে হিন্দিতে কিছু বললেই আমাকে ভেঙাত।’ এই মন্তব্যের জন্য পরে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। তাঁর মন্তব্য যে এত বিতর্ক তৈরি করতে পারে তা ভাবতেই পারেননি মালবিকা। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেছিলেন। তাঁর কথায়, ‘আমি যা বলেছি তা ইচ্ছাকৃত ছিল না, আমার শব্দ এবং বলার ভঙ্গিমার ভুল ব্যাখ্যা হয়েছে। আমি কাউকে আঘাত দিতে চাই না।’

সম্প্রতি, মালবিকা বাংলা বিগ বসে অংশগ্রহণ করেছেন বলে জল্পনা ছড়িয়েছিল। এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিয়েছেন তিনি। মালবিকা বলেন, ‘আমি কোনও দিন বিগ বসে অংশগ্রহণ করিনি। বিগ বসের বাড়িতে আমার একটাও ফুটেজ নেই। তবে আমি বিগ বস ১৮–এ অংশগ্রহণ করতে চাই।’ মালবিকা জানিয়েছেন, গত সিজনে তাঁর বিগ বসে অংশগ্রহণের কথা ছিল । সব কিছু ঠিকও হয়ে গিয়েছিল। কিন্তু তাঁর অন্য কাজ থাকায় তিনি অংশগ্রহণ করতে পারেননি। উল্লেখ্য, একাধিকবার তাঁকে বিগ বস বাংলাতে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল।

মালবিকা তাঁর কাজের জন্য বেশ প্রশংসিত। দর্শক তাঁকে পর্দায় দেখতে খুব পছন্দ করেন। সলমান খানের বিগ বস ১৮–এ অংশগ্রহণ করলে পর্দায় তাঁকে আবার দেখার সুযোগ পাবেন তাঁর অনুগামীরা।