নিষিদ্ধ পদ্মাবত

নিষিদ্ধ পদ্মাবত

পদ্মাবতীর ‘ই’ গিয়ে পদ্মাবত হল তবু বিতর্ক পিছু ছাড়ল না। কখনও করণী সেনার হুমকি তো কখনও স্বরা ভাস্বরের খোলা চিঠি। মুক্তির পর বিতর্কই যেন কাজ করছে সঞ্জয়ের এই ছবির প্রচারে।

এসব তো নয় গেল দেশের অভ্যন্তরের বিতর্ক। কিন্তু দেশ ছাড়িয়ে বিদেশেও বিতর্ক পিছু ধাওয়া করেছে এই ছবির। মালয়েশিয়ায় এবার নিষিদ্ধ হল পদ্মাবত। মুসলমান গরিষ্ঠ এই দেশের ইসলাম ধর্মের সংবেদনশীলতাকে মাথায় রেখেই ছাড় দিল না মালয়েশিয়ার ন্যাশানাল ফিল্প সেন্সরশিপ বোর্ড বা LPF।

যতই বিতর্ক হোক না কেন, বক্স অফিসে ছবি কিন্তু হিট। ইতিমধ্যেই ১১৫ কোটি টাকার বেশি উপার্জন করে ফেলেছে ছবিটি। অবশ্য শুধু পদ্মাবত নয়, মালয়েশিয়ায় এরকম বহু ছবিই নিষিদ্ধ হয়েছে যেমন ডিজনি’র বিউটি অ্যান্ড দ্য বিস্ট।