পাপিয়া চৌধুরী
নাটকওয়ালার নবতম প্রযোজনা ‘আলাদিন’। আরব্য রজনীর অমর এক কাহিনীর উপর ভিত্তি করে রচিত। রূপান্তর ও প্রয়োগ, নির্দেশনা, মঞ্চ ও আলোক ভাবনা, সম্পাদনায় সানি চট্টোপাধ্যায়। মঞ্চে তিনি একজন গল্প বিক্রেতার চরিত্র চিত্রায়ন করেন। জ্ঞানমঞ্চের পর্দা সরতেই দেখা যায় কিছু নারী ও পুরুষ বিক্রেতা আবরণ, আভরণ ও ফলের পসরা সাজিয়ে রয়েছেন। আগ্রার জনবহুল ও রঙিন শহর, মঞ্চ ও পর্দায় তার প্রতিফলন পাওয়া যায়। হঠাৎই বল্লম হাতে চোর ধরতে হাজির সান্ত্রীরা। আলাদিন চুরি করে বেঁচে থাকে, সে দরিদ্র ও দয়ালু। মনে করে তার নিয়তি অনেক বড় কিছুর জন্য অপেক্ষায় আছে। সংলাপে বলে— ‘চুরি আমাদের সবার অধিকার, জাতীয় সম্পদ, চুরি ছাড়া বাঁচা যাবে না।’ আপেল চুরি করে, সান্ত্রীরা ধাওয়া করে, ছোটার দৃশ্য বেশ জম্পেস।
রাজকুমারী (নিশা হালদার) একদিন সাধারণ মানুষের বেশে শহরে বেরিয়ে এসে আলাদিনের (শুভ্রদীপ বণিক) সঙ্গে দেখা হয় ও একে অপরকে ভালোবেসে ফেলে। জাফর (অরিন্দম সরদার) সুলতানের (চিরঞ্জিৎ দাস) লোভী ও ষড়যন্ত্রী মন্ত্রী। তার দরকার পবিত্র হৃদয়ের মানুষ, যে গুহামন্দির থেকে জাদুপ্রদীপ আনবে। আলাদিনই জাদুপ্রদীপ হাতে পায় ও মুক্তি দেয় জিনিকে। আলাদিনকে তিনটি ইচ্ছে পূরণের সুযোগ দেয়, জিনি। আলাদিন ক্ষুরধার বুদ্ধি দিয়ে জাফরকে পরাস্ত করে ও রাজত্ব রক্ষা করে। আলাদিনের সাহস, বুদ্ধিমত্তা, ভালোবাসা ও সততা সুলতানকে মুগ্ধ করে, তাই আইন বদলে রাজকুমারীর সঙ্গে বিয়ের সম্মতি দেন। রাজকুমারী স্বাধীনতা ও ভালোবাসায় বাঁচতে চায়— বলে, ‘সখীদের সঙ্গে হিজাব পরে বার হতে পারব না।’
নাটকে আর্থ-সামাজিক অবস্থান, দুর্দশা, লোভ, ক্ষমতার মোহ, বিশ্বাসঘাতকতা, কল্পকথা ও জাদুকরী উপাদান ও কথাবলা পাখি (কৌশিক খাঁ), সংগীত ও নৃত্যের উপাদানে সজ্জিত। নাটকটি মঞ্চ ও পর্দার সহাবস্থানেও চালিত, তৎসত্ত্বেও মনোগ্রাহী হতে পারল না, রসহীন হয়ে পড়ল বারে বারে। সংলাপের টাইমিং এবং অভিনয়ের গুণে, খুবই মধুর ও হৃদয়গ্রাহী হয়ে উঠতে পারত। প্রথম শো, হয়তো পরবর্তী অভিনয়গুলি খুবই মসৃণ হয়ে উঠবে। খুব যত্নে মঞ্চ নির্মাণ করেছেন অরুণ মণ্ডল ও আলোক প্রক্ষেপণে ছিলেন সমর পাড়ুই। নাট্যরচনা, রূপান্তরে আজকের নগরজীবন জীবনযাত্রার অগ্রাধিকারের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, যান্ত্রিকতা, অনিরাপত্তা, উন্নতির দৌড় আরব্য রজনীতেও ছিল, একালেও আছে। শুধু ব্যবহারিক প্রয়োগ ভিন্ন। এই অস্থির সময়ে পরিচালক আরব্য রজনীর গাথা ও বাস্তব চিত্রকে শৈল্পিক ছোঁয়ায় ধরতে চেয়েছেন, সেটা তারিফযোগ্য। সব কিছুর মধ্যে জেগে রইল নীল ঝকমকে পোশাক পরা, মঞ্চময় ঘুরে বেড়ানো সুন্দর প্রজাপতি।