• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লক্ষ্মী এল ঘরে…

স্টার জলসায় শুরু হয়েছে ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। মূল চরিত্রে অভিনয় করছেন শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তী।

লক্ষ্মীর ভাঁড়ে সঞ্চয় করা বাঙালি ঘরে ঘরে বহু দিন ধরেই প্রচলিত। চরম বিপদে এই লক্ষ্মীর ঘটের সঞ্চয়ই অনেক সময় সহায় হয়। লক্ষ্মীর ঘটের নস্টালজিয়া উসকে দিয়ে এবার স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তী। শুভস্মিতা অভিনীত চরিত্রের নাম ঝাঁপি এবং দীপ্তার্কর চরিত্রে অভিনয় করছেন সৌরভ। ঝাঁপির মূল লক্ষ্য ব্যাঙ্ক প্রতিষ্ঠা করা। গ্রামবাসীদের অসাধু মহাজনের চড়া সুদের হাত থেকে বাঁচিয়ে ঝাঁপি নিজেই ব্যাঙ্ক প্রতিষ্ঠা করতে চায়, যাতে সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়। এই ধারাবাহিকে বাস্তব কিছু ঘটনাবলিরও ছায়া রয়েছে।

ঝাঁপি অর্থাৎ শুভস্মিতা জানালেন, ‘এই ধারাবাহিক থেকে দর্শকদের কাছে পজেটিভ মেসেজ যাবে। সঞ্চয়ের অভ্যেস থাকলে অনেক বড় বিপদেও সমস্যার সমাধান হয়ে যায়।’ ‘লক্ষ্মী ঝাঁপি’র মাধ্যমে প্রায় ন’বছর পর বাংলা ধারাবাহিকে কামব্যাক হল সৌরভ চক্রবর্তীর। এই কামব্যাক ঘিরে যথেষ্ট আশাবাদী সৌরভ। সৌরভের কথায়, ‘এই ধারাবাহিক দর্শকদের খুব পছন্দ হবে। পজিটিভ একটা মেসেজ আছে। নিজের সঞ্চয় থাকলে অনেক বিপদে অন্যের কাছে হাত পাততে হয় না। সেক্ষেত্রে আত্মসম্মানটাও বজায় থাকে।’ ঝাঁপির ব্যাঙ্ক প্রতিষ্ঠা করার স্বপ্ন কতদূর সফল হয় বা দীপ এবং ঝাঁপির সম্পর্ক কোনদিকে মোড় নেয় তা নিয়েই এগিয়ে যাবে ‘লক্ষ্মী ঝাঁপি’র গল্প। ‘লক্ষ্মী ঝাঁপি’ দেখা যাচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছ’টায় স্টার জলসায়।

Advertisement

Advertisement

Advertisement