নন্দনে এক সপ্তাহে একা উত্তম

ফাইল চিত্র

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার পরে নন্দন খুলতেই বাংলার সিনেমাপ্রেমীদের জন্য উত্তম যাপনের সুযোগ। নন্দন ২-তে এক সপ্তাহের জন্য চলছে উত্তম কুমারের ‘এখানে পিঞ্জর’, ‘ছিন্নপত্র’ আর ‘পুষ্পধনু’। তিনটি ছবিরই ‘রেস্টোর্ড ভার্সন’ দেখা যাচ্ছে বড় পর্দায়। নন্দন ও চ্যানেল বি-র যৌথ উদ্যোগে দর্শকরা দেখছেন ছবিগুলো।
চ্যানেল বি-র কর্ণধার বজরংলাল আগরওয়াল জানালেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার পরে নন্দন কর্তৃপক্ষ থেকেই যোগাযোগ করা হয় আমার সঙ্গে। তাঁরা বলেন আবার উত্তম কুমারের ছবি দিয়েই হল চালু করতে চান। আসলে ওঁরা ‘রেস্টোর্ড ভার্সন’ ছবিই চাইছিলেন। উত্তম কুমারের ছবি তো সবাই দেখেছেন, কিন্তু একটু ভাল কোয়ালিটিতে ছবিটা ওঁরা দর্শকদের দেখাতে চেয়েছিলেন। আমার কাছে তিন-চারটে ছবি ছিল, তার মধ্যে থেকেই দিলাম।”
প্রযোজক বজরংলাল আগরওয়ালের কাছে এই তিনটি বাদ দিলে উত্তম কুমারের আরও চার-পাঁচটা ছবি আছে। বাকি ছবির রেস্টোরেশন প্রসঙ্গে প্রযোজকের বক্তব্য, “বাকি ছবিগুলোর রেস্টোরেশন চলছে। উত্তম শতবর্ষের মধ্যেই হয়ে যাবে। ‘ছিন্নপত্র’ আর ‘এখানে পিঞ্জর’ প্রায় তিন বছর আগে রেস্টোর হলেও ‘পুষ্পধনু’ বুধবার রেস্টোর হয়ে ফিরে শুক্রবারে নন্দন ২-তে দেখানো শুরু হয়েছে।”
প্রসঙ্গত, ১৯৫৯ সালে সুশীল মজুমদারের পরিচালনায় মুক্তি পায় উত্তম কুমার – অরুন্ধতী দেবী জুটির ‘পুষ্পধনু’। প্রফুল্ল রায়ের উপন্যাস অবলম্বনে ১৯৭১ সালের উত্তম কুমার – অপর্ণা সেন জুটির ‘এখানে পিঞ্জর’ পরিচালনা করেন যাত্রিক। ১৯৭২ সালে নীহার রঞ্জন গুপ্তর গল্প অবলম্বনে যাত্রিক পরিচালনা করেন ‘ছিন্ন পত্র’। এই ছবিতে পর্দায় থাকবেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী ও মাধবী মুখোপাধ্যায়।
ছবির রেস্টোরেশনের ব্যয় সম্পর্কে জানতে চাইলে বজরংলাল বলেন, “তিনটি ছবির রেস্টোরেশনই কলকাতায় কৌশিক রে-র তত্ত্বাবধানে হয়েছে। খরচ কোয়ালিটির উপরে নির্ভর করে, তবে কলকাতায় মোটামুটি দু-আড়াই লাখ টাকার মধ্যে একটা ছবি রেস্টোরেশন হয়ে যায়। তবে একটা ছবির রেস্টোরেশনের জন্য সময় লেগে যায় প্রায় তিন মাস।”