ফরাসি চলচ্চিত্রের সুদীর্ঘ ঐতিহ্য নিয়ে নতুন করে বলার নেই। তাবড় ফরাসি পরিচালকরা সিনেমার নতুন ভাষা অন্বেষণ করে কয়েক দশক ধরে দর্শকদের ঋদ্ধ করেছেন। এই প্রসঙ্গে ফরাসি নিউ ওয়েভের কথা বারবার বলা যায়। এবারের ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি হল ফ্রান্স। পুরোনো ও নতুন বেশ কয়েকজন ফরাসি পরিচালকের ছবি এবারের উৎসবে দেখতে পাবেন দর্শক। চলচ্চিত্র উৎসবে ফ্রান্স থিম কান্ট্রি হওয়ায় রীতিমত গর্বিত ও উৎসাহিত এ রাজ্যের ফরাসি কনসাল জেনারেল নিকোলাস ফেসিনো। কলকাতার মানুষ যে ফরাসি সংস্কৃতির সঙ্গে ওয়াকিবহাল সে কথাও জানাতে ভুললেন না তিনি। সেই সঙ্গে ধন্যবাদ জানালেন রাজ্য সরকারকে তাঁদের দেশকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি করার জন্য।
এবারে মোট ২০টি ফরাসি ছবি থাকছে চলচ্চিত্র উৎসবে। যার মধ্যে ক্ল্যাসিক বিভাগে যে ছবিগুলো দেখা যাবে, তার মধ্যে উল্লেখযোগ্য হল, রবার্ট ব্রেসোর ‘ল্যানশট অফ দা লেক’, কোস্তা গ্রাভাসের ছবি ‘দা স্লিপিং কার মার্ডার’, জঁ ভিগোর ছবি ‘লা অতলান্তে’। এছাড়াও এবারে দর্শকরা দেখতে পাবেন একঝাঁক ফরাসি মহিলা পরিচালকের ছবি। যার মধ্যে ক্যারোলিন ভিঙ্গালের ‘ইট’স রেইনিং ম্যান’, সেলিন রুজোর ‘ফর নাইট উইল কাম’ এবং লেলিটা ডোসের ‘ ডগ অন ট্রায়াল’ ছবিগুলি দর্শকদের ভাবনার খোরাক জোগাতে পারে। এ ছাড়াও বেশ কয়েকটি শর্ট ফিল্ম ও তথ্যচিত্রও থাকছে ফরাসি ছবির তালিকায়।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে সে দেশের অতিথিরাও পা রাখবেন এই শহরে। কলকাতায় উৎসবে গা ভাসাবেন ও সেই সঙ্গে দর্শকদের সঙ্গে ফরাসি ছবির একাল-সেকাল নিয়ে কথা বলবেন বলেও জানা গেছে।
কলকাতা চলচ্চিত্র উৎসবে ফরাসি আমেজ
৩০ তম কলকাতা চলচ্চিত্র উৎসব।