হলদিয়ায় ব্যাটারি কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রতিকি ছবি (Photo: iStock)

হলদিয়ার একটি বেসরকারি ব্যাটারি কারখানায় চাটার্ড ডিমান্ড নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ। হলদিয়ার একটি ব্যাটারি তৈরি কারখানা এক্সাইড শ্রমিকদের অভিযােগ, তাদের বেতন সংক্রান্ত অবৈধ চুক্তি করা হয়েছে। কারখানার কাজ বন্ধ রেখে কারখানার পার্মানেন্ট শ্রমিকরা গেট জুড়ে অবস্থান বিক্ষোভে শামিল হয়। ম্যানেজমেন্ট এর সঙ্গেই নতুন চুক্তি তারা মানবে না।

শ্রমিকদের দাবি তারা নতুন করে আবার ইলেকশন করবে, ইউনিয়ন তৈরি করবে এবং তারপরেই ম্যানেজমেন্ট এর সঙ্গে তাদের বেতন সংক্রান্ত চুক্তি হবে। ম্যানেজমেন্ট যদি শ্রমিকদের দাবি না মানে তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছে তারা।