বাজি নিয়ে অশান্তি, দম্পতিকে মারধর, মহিলার যৌনাঙ্গে হাত

কালীপুজোর সময় থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে, বাজি নিয়ে অশান্তির খবর সামনে এসেছে। কিন্তু সোনারপুরের ঘটনা মাত্রা ছাড়িয়েছে সব ঘটনাকে। শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করার মাশুল দিতে হল এক দম্পতিকে। যুবককে বেধড়ক মারধর করা হয়, এবং তাঁর স্ত্রীয়ের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।  

ঘটনার সূত্রপাত হয় বাজি ফাটানোকে ঘিরে। এই দম্পতির বাড়ির সামনে ইলেকট্রিক স্কুটি রাখা থাকে, তার সামনেই কয়েকজন বাজি ফাটাচ্ছিল। সেখান থেকে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে এমন আঁচ পেয়েই আপত্তি জানায় ওই দম্পতি। আর তাতেই বচসা বাঁধে প্রতিবেশীদের সঙ্গে। যুবকের উপর চড়াও হয় একদল ,এবং বেধড়ক মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে গিয়ে রেহাই পেলেন না স্ত্রীও। 

তাঁকে ঘিরে ধরে কয়েকজন রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ, সঙ্গে তাঁর গোপনাঙ্গেও হাত দেওয়া হয় বলে অভিযোগ। দেওয়া হয় ধর্ষণের হুমকি , স্বামীকে খুনের হুমকি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে নির্যাতিতা সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


যুবক জানান, ‘বাইরে একটি ইলেকট্রিক স্কুটি ছিল, আর সেটির ওপর ক্রমাগত কালী পটকা পড়ছিল। একটি ফুলকি থেকেই গাড়িতে আগুন ধরে যেতে পারত, তাই সেটি সরাতে গিয়েছিলাম। গাড়ির সামনে ময়লা ছিল, আমি তা পরিষ্কার করছিলাম। ওরা আমার দিকে লক্ষ্য করে বাজি ছুঁড়ছিল। এরপর কয়েকজন এসে বলে, ‘’তুমি এখানে দাঁড়াচ্ছ কেন? বোমা গায়ে পড়লে আমাদের বলবে না।’’ এরপর তারা একটি বাজি আমার পায়ে ছুঁড়ে মারে। আমার স্ত্রী তখন বেরিয়ে এলে, আমাকে ও আমার স্ত্রীকে মারধর করা হয়। আমরা থানায় অভিযোগ জানিয়েছি।’