শীতের দাপট কমছে, সরস্বতী পুজোয় জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা কম

সরস্বতী পুজোর আগেই কলকাতা তথা জেলার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দিনের পাশাপাশি রাতের সর্বনিম্ন তাপমাত্রাও বাড়ল। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সাত দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সরস্বতী পুজোয় থাকবে গরম। তবে কুয়াশার দাপট থাকছে রাজ্যের প্রায় সব জেলাতেই।

উত্তর থেকে দক্ষিণে আগামী সাতদিনে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। মাঘেই কি শীতের দাপট শেষ, তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী কয়েক দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

বুধবার দক্ষিণবঙ্গে ন্যূনতম তাপমাত্রা সবেচেয়ে কম ছিল পানাগড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। সরস্বতী পুজোতে জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও কুয়াশার দাপট থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেো কুয়াশার কারণে দৃশ্যমানতা নামার পূর্বাভাস রয়েছে।  কুয়াশার দাপট থাকবে আগামী শনিবার পর্যন্ত। তবে গোটা রাজ্যে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা সবচেয়ে কম ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস।