• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নামল পারদ, শীতের আমেজ কলকাতাতেও

আগামী পাঁচদিন এরকমই তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

কলকাতার একটি শীতের সকাল। ছবি: এএনআই।

বঙ্গে প্রবেশ করেছে উত্তুরে হাওয়া। আলমারি থেকে শীতের জামাকাপড় বের করতে শুরু করেছেন বাড়ির মা ঠাকুমারা। শীতের শুরুতেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা নামতে শুরু করল। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, মঙ্গলবার কলকাতাতেও তাপমাত্রার পারদ ছুঁল ১৮ ডিগ্রি সেলসিয়াসে। এদিন পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, বীরভূমের তাপমাত্রা ১৩ ডিগ্রি। এই সপ্তাহে তাপমাত্রার সেরকম কোনও হেরফের হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ জানিয়েছেন, উত্তুরে হাওয়ার জন্যই শীতের আমেজ উপভোগ করছেন বঙ্গবাসী। পুরুলিয়ার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও শীত শীত আমেজ অনুভব করছেন সেখানকার মানুষ। আগামী পাঁচদিন এরকমই তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পাশাপাশি জানানো হয়েছে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
শীত পড়তে না পড়তেই রাজ্যের বেশিরভাগ জেলা কুয়াশায় ঢাকতে চলেছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বেশি করে কুয়াশায় ঢাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। রাজ্যজুড়ে সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে। রাজ্যের প্রায় সব জেলাতেই সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হতে পারে আকাশ।

Advertisement

Advertisement