• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আত্মঘাতী স্বামীর মৃত্যুর সংবাদে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর

পারিবারিক বিবাদ শেষ পরিণতি, আত্মঘাতী স্বামী। পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মঙ্গলকোটের ইচ্ছাটগ্রামর এক যুবক।

প্রতীকী ছবি (File Photo: iStock)

চলতি লকডাউনে ব্যবসায়ে মন্দা, এই নিয়ে স্বামী-স্ত্রীর আর্থিক দুরবস্থা নিয়ে পারিবারিক বিবাদ। শেষ পরিণতি, আত্মঘাতী স্বামী। পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মঙ্গলকোটের ইচ্ছাটগ্রামর এক যুবক। এলাকায় শােকের ছায়া।

মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ইচ্ছাবট গ্রামের এক ফল ব্যবসায়ী পারিবারিক অশান্তির জেরে নতুনহাটের নিজের দোকানেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন। এই ঘটনায় এলাকায় শােকের ছায়া। ওই যুবকের নাম উৎপল দাস (৩০)।

Advertisement

মৃত উৎপল দাসের স্ত্রী পুতুল জানান, কদিন ধরেই বাড়িতে অশান্তি হচ্ছিল। বেশ কয়েক জায়গায় ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন স্বামী। গতকাল রাতে আমাদের ঝগড়া হয়। তবে এইভাবে আত্মহত্যা করবে ভাবতে পারিনি।

Advertisement

এখন আমি সংসার চালাব কী করে?’ মৃতদেহ তার দোকান থেকে উদ্ধার করে এ নছে মঙ্গলকোট থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানাে হয়েছে এর জন্য কাটোয়ায়।

চলতি লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এই ফল ব্যবসায়ী। যার জেরে বিভিন্ন জায়গায় ঋণ নিয়েছিলেন ওই যুবক। টাকা পরিশােধ নিয়ে স্বামী-স্ত্রীর পারিবারিক ব্বিাদ চলে গত সােমবার রাতে।

এরপরই বাড়ি থেকে দু’কিমি দূরে মঙ্গলকোটের নতুনহাট এলাকায় দোকানে গলায় দড়ি দেয় এই যুবক। মৃত্যুর সংবাদ জেনে মৃতের স্ত্রী মঙ্গলকোট থানার সামনে রাস্তায় চলন্ত এক লরির সামনে আত্মহত্যার জন্য ছুটে যায়। তবে লরির গতিবেগ কম থাকায় অল্পবিস্তর আহত হন মৃতের স্ত্রী।

Advertisement