রাজ্য পুলিশের প্রশাসনিক পদে ফের বড়সড় বদলির নির্দেশ জারি হল। জনস্বার্থে একাধিক থানার দায়িত্বে নতুন করে পরিবর্তন করা হয়েছে বলে জানাল রাজ্য পুলিশের দপ্তর। পশ্চিমবঙ্গ পুলিশের আইন-শৃঙ্খলা দপ্তর (অতিরিক্ত ডিজি) থেকে প্রকাশিত আদেশে মোট ১১ জন ইন্সপেক্টরের বদলি নিশ্চিত করা হয়েছে। নির্দেশে উল্লেখ করা হয়েছে, সকলকেই ‘অবিলম্বে’ নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
এই বদলির তালিকায় রয়েছেন বোলপুর, রামপুরহাট, মোগরা, চ্যাটার্জিহাট, নিউ টাউন-সহ বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টররা। কয়েকজনকে আবার পূর্ববর্তী বদলির নির্দেশ বাতিল করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
Advertisement
সূত্রের খবর, বদলির তালিকায় রয়েছেন মহেশ দাস, চিরঞ্জিত বিশ্বাস, লিটন হালদার, সুদীপ্ত মুখোপাধ্যায়, সৌম্য দত্ত, পুলক মণ্ডল, তাপস কুমার দাস, জামালুদ্দিন মণ্ডল, রাজকিরণ মুখোপাধ্যায়, সৌমেন বিশ্বাস এবং আফরোজ হোসেন।
Advertisement
জানা গিয়েছে, মহেশ দাসকে নারায়ণপুর থানার দায়িত্ব থেকে সরিয়ে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমান সদর আদালতের পরিদর্শক পদে। মহেশতলা ট্রাফিক ইনচার্জ পদ থেকে বদলি হয়ে চিরঞ্জিত বিশ্বাস যাচ্ছেন বোটানিক্যাল গার্ডেন থানার দায়িত্বে। এর আগে তাঁর যে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। আবার বোলপুর থানার আইসি পদে নিয়োগ পেলেন লিটন হালদার। এর আগে বীরভূম জেলায় তাঁর পূর্ববর্তী বদলির নির্দেশ বাতিল করা হয়েছে। বনগাঁর সাইবার অপরাধ দমন শাখা থেকে সুদীপ্ত মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে বোলপুর থানার গোয়েন্দা শাখায়। সৌম্য দত্ত বীরভূমের সাইবার অপরাধ দমন শাখা থেকে বদলি হয়ে যাচ্ছেন বীরভূম জেলার জাতীয় সড়ক ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর পদে। এদিকে পূর্ব বর্ধমান সদর আদালতের পরিদর্শক পদ থেকে বদলি হয়ে রামপুরহাট থানার দায়িত্ব পেলেন পুলক মণ্ডল। তাপস কুমার দাসকে ডোমকল মহকুমা পুলিশের গোয়েন্দা শাখা থেকে তাঁকে পাঠানো হয়েছে হাওড়া পুলিশের ইন্সপেক্টর পদে। জামালুদ্দিন মণ্ডল চ্যাটার্জিহাট থানার আইসি পদ থেকে বদলি হয়ে যাচ্ছেন নিউ টাউন থানার আইসি হিসাবে। রাজকিরণ মুখোপাধ্যায়কে হাওড়া রেল পুলিশের ইন্সপেক্টর পদ থেকে সরিয়ে মগরা থানার গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে। সৌমেন বিশ্বাসকে মগরা মহকুমা গোয়েন্দা শাখা থেকে সরিয়ে মগরা থানার আইসি করা হয়েছে। আবার আফরোজ হোসেনকে বীরভূম হাইওয়ে ট্রাফিক গার্ড থেকে সরিয়ে তাঁকে বনগাঁ থানার সাইবার অপরাধ দমন শাখার আইসি হিসেবে নিয়োগ করা হয়েছে।
দপ্তরের নির্দেশে উল্লেখ করা হয়েছে, সমস্ত বদলি ‘অত্যন্ত জরুরি’ ভিত্তিতে কার্যকর করা হবে। আইন-শৃঙ্খলা দপ্তরের অতিরিক্ত ডিজি এবং আইজিপি একই সঙ্গে এই নির্দেশে সই করেছেন।
Advertisement



