৫ মে মুর্শিদাবাদ যেতে পারেন মমতা, রয়েছে একাধিক কর্মসূচি

ফাইল চিত্র

ঘোষণা করেছিলেন আগেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ মে মুর্শিদাবাদ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছিলেন তিনি। সূত্রের খবর, আগামী সোমবার অর্থাৎ ৫ মে মুর্শিদাবাদ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সরকারের তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদ গিয়েছেন।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী যাবেন বলে জেলা নেতৃত্বকে জানানো হয়েছে।সূত্রের খবর, সোমবার সামশেরগঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ অশান্তির জেরে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী সোমবার তাঁদের হাতেই সাহায্য তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধূলিয়ানেও তাঁর কর্মসূচি থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়া তিনি কিছু এলাকা ঘুরেও দেখতে পারেন।

প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের আবহে কয়েক সপ্তাহ আগে অশান্তি ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, সামশেরগঞ্জ সহ বেশ কিছু এলাকায়। সেই অশান্তির জেরে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশ বুধবার সিট গঠন করেছে। প্রশাসনের উদ্যোগে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকানের তালিকা প্রস্তুত করে যুদ্ধকালীন তৎপরতায় সাহায্য করা হয়েছে।