২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে নিরাপত্তা বাহিনী কীভাবে মোতায়েন করা হবে, তা নিয়ে শুক্রবার রাতের দিকে জরুরি বৈঠক করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস।
নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ৫ জানুয়ারি দিল্লিতে মুখ্য নির্বাচনী কার্যালয়ে এই বিষয় নিয়ে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগে রাজ্যের বৈঠককে ‘চূড়ান্ত প্রস্তুতি বৈঠক’ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাহিনীর প্রয়োজনীয়তা, সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ— সবকিছু খতিয়ে দেখা হয়েছে। ওই রিপোর্ট দিল্লির বৈঠকে উপস্থাপন করা হবে।
সূত্রের খবর, বসন্তের কোকিল ডেকে ওঠার আগেই খুব শীঘ্রই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করতে পারে কমিশন। এছাড়া, রাজ্যের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে এবারের নির্বাচনে দফা কমানোর সম্ভাবনা জোরালো। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এক বা সর্বাধিক দুই দফায় নির্বাচন সম্পন্ন করার দিকে ঝুঁকছে কমিশন।
নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য নির্বাচনী প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও অবাধ রাখা। রাজনৈতিক মহলের অভিমত, দিল্লির বৈঠকের পরেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে।