নবান্নে ওয়াকিটকি

নবান্নে ওয়াকিটকি

নিজস্ব প্রতিনিধি- রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে আপতকালীন তৎপরতায় নয়া উদ্যোগ নেওয়া হল। পূর্ত দফতরের কর্মীদের হাতে যোগাযোগ স্থাপন করার জন্য দেওয়া হল ওয়াকিটকি।

নবান্নে কর্মরত পুলিশকর্মীদের হাতে যেমন রয়েছে, সেই ভাবে পূর্ত কর্মীদের হাতেও থাকবে ওয়াকিটকি। মুখ্য প্রশাসনিক ভবনে সমস্ত তলাতেই পূর্ত কর্মীদের হাতে ওয়াকিটকি দেওয়া হবে।

আপাতত দশটি ওয়াকিটকি আনা হয়েছে। এই সংখ্যা আগামী সময়ে দ্বিগুণ হবে। আপাতত নবান্নের নবমতল এবং ১৫ তলায় পূর্ত দফতরের কর্মীদের হাতে থাকছে ওয়াকিটকি।


সাধারণ বৈদ্যুতিক মেরামতি থেকে শুরু করে আপতকালীন অবস্থা বা ভূমিকম্প ও আগুণ লাগার ঘটনার সময় পূর্ত দফতরের কর্মীরা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করবেন এই ওয়াকিটকি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই।