• facebook
  • twitter
Thursday, 12 June, 2025

বেলঘরিয়া কাণ্ডে গ্রেপ্তার এক, এখনও অধরা মূল অভিযুক্ত

বেলঘরিয়ায় শুটআউটের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ভিকি যাদব। যদিও এখনও পলাতক মূল অভিযুক্ত ইন্দাল যাদব।

প্রতীকী ছবি

বেলঘরিয়ায় শুটআউটের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ভিকি যাদব। যদিও এখনও পলাতক মূল অভিযুক্ত ইন্দাল যাদব। সূত্রের খবর, ধৃত ভিকি মূল অভিযুক্তের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। শনিবার রাতে বেলঘরিয়ার ৪ নম্বর রেলগেট সংলগ্ন চায়ের দোকানে তৃণমূল নেতা বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিতে জখম হন ওই শ্রমিক নেতা। অস্ত্রোপচারের পর কিছুটা স্থিতিশীল আছেন তিনি। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন সন্তু দাস নামে আরও এক ব্যক্তি।

ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। যে বাইকে করে দুষ্কৃতীরা ঘটনাস্থলে গিয়েছিলেন, সেটির খোঁজ শুরু হয়। এরপর বাইকের মালিকের নাম জানতে পারে পুলিশ। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রবিবার রাতে বাইকের মালিক ভিকি যাদকে খড়দহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জেরা করেই উঠে আসে মূল অভিযুক্ত ইন্দাল যাদবের নাম। ঘটনার রাতে ভিকি যাদবের জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে মদ্যপানের সময়ই ইন্দাল ও ভিকি মিলে বিকাশ সিংকে আক্রমণের পরিকল্পনা করে। তদন্তকারীদের অনুমান, ইন্দালের হদিশ পেলেই গুলি চালানোর কারণ জানা যাবে।

বেলঘরিয়ায় শুটআউটের তদন্তে নেমে পুলিশ মনে করছে, ত্রিকোণ প্রেমের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। সূত্রের খবর, এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিকাশ এবং ইন্দালের বিবাদের শুরু। তরুণীর বাবা ইন্দালের বিরুদ্ধে মেয়েকে উত্যক্ত করার অভিযোগ করেন। তরুণীকে বিহারে পাঠিয়ে দেওয়া হয়। এরপরই কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রাইকে দিয়ে ডেকে পাঠিয়ে বিকাশ ইন্দালকে মারধর করেন। সেই থেকেই বিকাশের ওপর ক্ষেপে ছিলেন ইন্দাল।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে বেলঘরিয়ার টেক্সম্যাকো কারখানায় গিয়েছিলেন বিকাশ। সেখানে তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি। কাজের ফাঁকে স্থানীয় একটি চায়ের দোকানে গিয়েছিলেন এই তৃণমূল নেতা। সেই সময় তিন বাইক-আরোহী এসে চায়ের দোকান বসে থাকা বিকাশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। বিকাশের বুকে ও পেটে দুটি গুলি লাগে।

চায়ের দোকান থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন সন্তু নামে আরেক ব্যক্তি। এদিকে গুলিবিদ্ধ বিকাশকে প্রথমে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার গভীর রাতে সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়।