• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আরজি করে নির্যাতিতার মূর্তি উন্মোচন, ‘গাইডলাইন পরিপন্থী’ বললেন কুণাল

দেবী পক্ষের সূচনা লগ্নে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্মোচিত হল নির্যাতিতা পড়ুয়া-চিকিৎসকের আবক্ষ মূর্তি। মহালয়ার দিন আনুষ্ঠানিক ভাবে নির্যাতিতার প্রতীকী মূর্তি উন্মোচনের কথা আগে থেকেই ঘোষণা করেছিলেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তারেরা। সেই মতো বুধবার সকাল ১১টা নাগাদ আরজি করের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে মূর্তি উন্মোচিত হয়।

দেবী পক্ষের সূচনা লগ্নে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্মোচিত হল নির্যাতিতা পড়ুয়া-চিকিৎসকের আবক্ষ মূর্তি। মহালয়ার দিন আনুষ্ঠানিক ভাবে নির্যাতিতার প্রতীকী মূর্তি উন্মোচনের কথা আগে থেকেই ঘোষণা করেছিলেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তারেরা। সেই মতো বুধবার সকাল ১১টা নাগাদ আরজি করের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে মূর্তি উন্মোচিত হয়।

এই মূর্তি বানিয়েছেন শিল্পী অসিত সাঁই। ফাইবারের তৈরি ওই প্রতীকী মূর্তিতে আরজি করের নির্যাতিতার যন্ত্রণার অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন শিল্পী। এই ঘৃণ্য ঘটনার কথা যাতে কেউ ভুলে না যায়, সেজন্যই আর জি কর চত্বরে অভয়ার মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জুনিয়ার ডাক্তারেরা। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ মূর্তি উন্মোচনের বিরোধিতা করে এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না। শিল্পের নামেও না। প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি থাকবেই। কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়। নিগৃহীতার ছবি, মূর্তি, নামে দেশে গাইডলাইন আছে।

Advertisement

Advertisement

Advertisement