শুক্রবার সকালে নরেন্দ্রপুর খুরিগাছি পূর্ব বটতলা অঞ্চলের একটি বাড়ি তেকে ৰজ্জবছরের কিশােরী রিয়া সাউয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বারুইপুর জেলা পুলিশ সূত্রে জানা গেল , এই ঘটনায় মৃতা নাবালিকার প্রেমিক সুরজ সাউকে খুরিগাছি এলাকা থেকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নরেন্দ্রপুর নাবালিকার অস্বাভাবিক মৃত্যু,গ্রেফতার প্রেমিক

প্রতীকী ছবি (File Photo: iStock)