এগরা ১ নং ব্লকের বায়দা গ্রামের বাসিন্দা বাসুদেব দাস ( ৩০ ), দীঘা হােটেলে কাজ করতেন, সকালে দীঘা থেকে এগরা এসেছিলাে বাইকে বাজর করতে। সকাল সাড়ে ছটা নাগাদ, এগরা দীঘা জাতীয় সড়কে কুর্দি ব্রিজের উপরে পাথর ভর্তি লরি পেছন থেকে ধাক্কা মারে, স্পটেই মারা জান বাসুদেব দাস, ঘটনায় ৩০ মিনিট মতাে পথ অবরােধ হয়ে পড়ে।
পরে এগরা থানার পুলিশ গিয়ে অবরােধ তুলে লেন এবং দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। অপরদিকে ঘন কুয়াশার জেরে বাস দুর্ঘটনা হলদিয়ার এক কারখানা শ্রমিকের মৃত্যু। হলদিয়া ন্যাশনাল হাই রােড সুতাহাটা থানা এলাকায় নদরামপুর বাস দুর্ঘটনা।
Advertisement
সকাল ছটা নাগাদ হলদিয়া ইটাবেরিয়া বাসটি মেছাদাগামী যাওয়ার পথে সুতাহাটায় ফুটপাতের ওপরে উঠে যায় বলে অভিযােগ। উল্টোদিক থেকে মোটরসাইকেল আরোহিকে চাপা দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় বলে অভিযােগ। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরােহির মৃত্যু হয়।
Advertisement
Advertisement



