শীতের কলকাতায় জোড়া দুর্ঘটনা, ইএম বাইপাসে মৃত্যু বাইক আরোহীর

মঙ্গল ও বুধ পরপর দু’দিন কলকাতা বুকে পথ দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে মৃত্যু হয় এক বাইক আরোহীর। অপরদিকে বুধবার সকালে রেড রোডে বিদ্যুতের খুঁটি ও গাছে ধাক্কা মারে এক গাড়ি। গাড়িতে থাকা দু’জনই জখম হন। গাড়ির ধাক্কায় এক পথচারী আহত হয়েছেন বলে খবর।

মঙ্গলবার রাত ২টোর সময় কালিকাপুরের কাছে ইএম বাইপাসের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অলোকেশ হালদার নামে এক যুবকের। বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে যাচ্ছিলেন। বাইকের গতি তুলনামূলক বেশি ছিল। সেই সময় সিংহবাড়ি মোড়ের কাছে একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রথমে ধাক্কা মারে বাইকটি। তার পরে পাশের ডিভাইডারে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন বাইক আরোহী।

রক্তাক্ত অবস্থায় অলোকেশকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের এবং পুলিশের মতে, অলোকেশের বাইকের গতি বেশি ছিল। অলোকেশের মাথায় হেলমেট ছিল না। রাস্তায় পড়ে যাওয়ায় মাথায় গুরুতর চোট লাগে তাঁর। সেই কারণেই মৃত্যু।


অন্য দিকে, বুধবার সকালে রেড রোডে দুর্ঘটনায় পড়ে একটি গাড়ি। রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে সজরে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির মধ্যে থেকে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। গাড়িতে থাকা দুই ব্যক্তি বাবা-ছেলে বলে খবর। গাড়ির ধাক্কায় জখম হয়েছেন এক সাফাই কর্মী। তাঁর নাম রশিদা বেগম, বাড়ি রায়চকে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে গাছ ও বাতিস্তম্ভ ভেঙে গিয়েছে।