সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের

প্রতিনিধিত্বমূলক চিত্র

হুগলির পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ফলাফল স্পষ্ট হতেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা।

এই কৃষি উন্নয়ন সমিতির মোট ৪২টি আসনের কোনওটিতেই প্রার্থী দিতে পারেনি বিজেপি সহ কোনও বিরোধী দল। এর ফলে সমিতির সব কটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল প্রার্থীরা। আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে পাটনা সমবায় কৃষি উন্নয় সমিতির জয় তৃণমূলকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে।