অযথা হুমায়ুন কবীরকে গুরুত্ব দিতে চায় না তৃণমূল। সেই কারণে তাঁর বিধায়কপদ খারিজের জন্য আবেদন করবে না তৃণমূল পরিষদীয়দল। সূত্রের খবর, হুমায়ুন প্রসঙ্গে দলের তরফে কোনও প্রকাশ্য বিবৃতিও দেওয়া হবে না। সম্প্রতি নতুন দল গড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু তা সত্ত্বেও তাঁর বিধায়কপদ খারিজের জন্য আবাদন জানানো হবে না বলে জানা গিয়েছে।
বাবরি মসজিদ ধ্বংসের দিন বেলডাঙায় মসজিদ শিলান্যাসের ঘোষণা করেছিলেন হুমায়ুন। এই নিয়ে দলের সঙ্গে তাঁর মতোবিরোধ চলছিল। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ সত্ত্বেও তিনি তাঁর কর্মসূচি থেকে সরে আসতে চাইছিলেন না। সেই কারণে চলতি বছরের ৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হুমায়ুনকে ছয় বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। ওই দিনই হুমায়ুন জানিয়ে দেন, তিনি নতুন রাজনৈতিক দল গড়বেন। তৃণমূল বিধায়কের পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও জানিয়েছিলেন। কিন্তু পরে তিনি জানিয়ে দেন, তিনি বিধায়কপদ ছাড়বেন
সোমবার মুর্শিদাবাদে জনসভা করে নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’র ঘোষণা করেন হুমায়ুন। বেশ কয়েকটি আসনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছেন তিনি। দুটি আসনে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপরই প্রশ্ন উঠেছিল, নতুন রাজনৈতিক দল গঠনের পর তৃণমূলের তরফে হুমায়ুনের বিধায়কপদ খারিজের আবেদন জানানো হবে কি না। এনিয়ে তৃণমূল পরিষদীয়দলের এক বর্ষীয়ান সদস্য জানিয়েছেন, হুমায়ুনকে নিয়ে আর দল কিছুই ভাবছে না। তাঁর বিধায়কপদ খারিজের আবেদন করে অযথা তাঁকে গুরুত্ব দিতে নারাজ দল। তৃণমূল মনে করছে, হুমায়ুনের বিধায়কপদ খারিজ করে তাঁকে শহিদের মর্যাদা দেওয়ার কোনও মানে হয় না। কারণ সামনেই বিধানসভা নির্বাচন। তাই তাঁর বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ করবে না তৃণমূল পরিষদীয়দল।
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হুমায়ুন কবীরকে যে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে, সেই খবর বিধানসভার কাছে রয়েছে। কিন্তু তিনি কোনও নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, এই বিষয়ে ভারতপুরের বিধায়ক বিধানসভাকে কিছুই জানাননি। প্রয়োজনে তাঁর অবস্থান জানতে বিধায়ককে ডেকে পাঠানো হতে পারে। তাঁর বিধায়কপদ খারিজ নিয়ে এখনও কোনও আবেদন জমা দেয়নি তৃণমূল পরিষদীয় দল। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, দলত্যাগী কোনও বিধায়কের বিরুদ্ধে তাঁর সদস্যপদ খারিজের আবেদন জমা না পড়লে এ বিষয়ে পদক্ষেপ করা সম্ভব নয়। তাই আপাতত তৃণমূল তাঁকে সাসপেন্ড করলেও নির্দল বিধায়ক হিসাবে নিজের কার্যকাল পূর্ণ করতে পারবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন।