সুন্দরবনের বিয়া ও রাখীকে সংবর্ধনা তৃণমূলের, ফোনে শুভেচ্ছা জানালেন অভিষেক

কয়েকদিন আগেই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সমকামী যুগল রিয়া ও রাখী। এই বিবাহের জন্য সোমবার ফোনে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ২৪ পরগনার কুলতলিতে একটি সভা করে রিয়া ও রাখীকে সংবর্ধনা দেয় তৃণমূল কংগ্রেস। সেই সভা চলাকালীনই অভিষেক ফোন করে শুভেচ্ছা জানান।
এদিন তিনি যে শুধু সামাজিক বার্তা দিয়েছেন তাই নয়, দিয়েছেন রাজনৈতিক বার্তাও। সমলিঙ্গে বিবাহ, ভিনজাত বা ভিনধর্মে বিবাহ নিয়ে বিজেপির ছুতমার্গ সম্পর্কে কারও অজানা নয়। সেই রক্ষণশীল মনোভাব ভেঙে বেরিয়ে আসার সাহস দেখিয়েছেন সুন্দরবনের রাখী ও রিয়া। তাঁদের এই পদক্ষেপকে সমর্থন করে আসলে বিজেপির বিরুদ্ধেই যে অভিষেক সুর চড়িয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। রিয়া ও রাখীকে তিনি বলেছেন, ‘তোমাদের ভালবাসা যেন আরও গভীর ও দৃঢ় হয়। তোমাদের জীবন আনন্দ, সম্মান, সম্প্রীতি ও শান্তিতে ভরে উঠুক।”
গত সপ্তাহে সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামে বিয়ে হয় রিয়া ও রাখীর। গ্রামবাসীরা সকলে মিলে তাঁদের বিয়ে দেন। সেই ঘটনার ছবি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই যুগলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্যের শাসকদল। সেই সভায় ফোন করে তাঁদের শুভেচ্ছা জানান অভিষেক নিজে। সমলিঙ্গে বিবাহ সম্পর্কে নিজেদের অবস্থান বোঝাতেই এই পদক্ষেপ নিয়েছে তৃণমূল। অভিষেক ফোনে শুভেচ্ছা জানাতে গিয়ে বলেছেন, ‘সুন্দরবনের মাটি থেকে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে।
সমাজের চেনা ছকের বাইরে গিয়ে ভালবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া ও রাখী। তাঁরা প্রমাণ করেছে, ভালবাসা কখনও কোনও বন্ধনে বা কোনও সীমারেখার মধ্যে আটকে থাকে না। ভালবাসা কোনও বাধা মানে না। না ধর্মের, না লিঙ্গের, না জাতির, না সমাজের, না নিয়মের। রিয়া এবং রাখীর সাহস, একে অপরের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা এবং ভালবাসা আগামী কয়েক প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁরা গোটা সমাজকে বুঝিয়ে দিয়েছেন, ভালবাসা মানেই মানবতা এবং মানবতাই হল সমাজের আসল পরিচয়।’ যুগলের পাশে দাঁড়ানোর জন্য গ্রামবাসীদেরও ধন্যবাদ জানান অভিষেক।
সমলিঙ্গ, ভিনজাতি বা ধর্মে বিয়েতে বিজেপি বরাবরই রক্ষণশীল। বিজেপি সাংসদরা সমলিঙ্গে বিয়ের বিরুদ্ধে সংসদে নিজেদের অবস্থান জানিয়েছেন। এমনকী সুপ্রিম কোর্টেও এই নিয়ে আপত্তি জানিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে অভিষেক বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের অবস্থান। সমলিঙ্গে বিয়ের পাশাপাশি ভিনধর্ম ও ভিনজাতিতে বিবাহের প্রসঙ্গেও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেতা।
এদিন বিয়া ও রাখীকে শুভেচ্ছবার্তার সেই ভিডিও নিজের সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন অভিষেক। এরপরে সংবর্ধনা সভার কিছু ছবি পোস্ট করে অভিষেক জানান, শীঘ্রই তিনি সুন্দরবনের ওই গ্রামে যাবেন। রিয়া, রাখী সহ সব গ্রামবাসীদের সঙ্গে এই বিয়ের আনন্দ ভাগ করে নেবেন তিনি। গ্রামের উন্নয়নের কাজ করারও আশ্বাস দিয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদের এই আশ্বাসে খুশি গ্রামবাসীরা।