ডেবরায় বোমা সহ তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধৃত

ডেবরায় বোমা সহ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে আটক করল পুলিশ। বোমা সহ একটি পিক আপ ভ্যানকে পুলিশ আটক করে।

সোমবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি হয় ডেরায় ভরতপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে।

উন্নয়নের দাবি নিয়ে পিক আপ ভ্যান ভর্তি লোকজনকে নিয়ে সোমবার বিকেলে ভরতপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রধান শেখ জুলফিকারের কাছে স্থানীয় শ্যামপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য তহিরুন্নেসা বিবির নেতৃত্বে লোকজনেরা যান।


এই পিক আর ভ্যানে বেশ কিছু বোমা ছিল। পুলিশ ওই বোমা উদ্ধার করে। আটক করা হয় তাহেরুন্নেসা ও তাঁর স্বামীকে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পিক আপ ভ্যানটি প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতির ছেলে অমিত মাইতির। প্রধান শেখ জুলফিকার বলেন, ‘ব্যস্ত আছি। এখন কথা বলতে পারব না।’

ডেবরার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিবেক মুখোপাধ্যায় বলেন, ‘আমার ঘটনাটি জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।’