একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সৌজন্যের চিত্র দেখল হুগলির খানাকুল। কালীপুজোর পরের দিন অর্থাৎ মঙ্গলবার বাজি থেকে বিজেপি নেতার কাকার বাড়িতে আগুন লেগে গিয়েছিল। সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। স্থানীয়দের সঙ্গে মিলে তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন লাগার ঘটনায় ২ জন আহত ও আরও ২ জন অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। পরে দমকলবাহিনী এসে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীপুজো উপলক্ষ্যে মঙ্গলবার রাতে খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুশালীর বেনাপুকুর এলাকায় বাজি ফাটানো হচ্ছিল। সেই বাজির আগুন কোনওভাবে এলাকারই বাসিন্দা বিজেপির খানাকুল ২ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মিঠুন সাঁতরার কাকা জয়দেব সাঁতরা বাড়িতে পড়ে। বাড়িটি খড়ের চালের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। কিছুক্ষণের মধ্যে আশপাশের ৫টা বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূলের খানাকুল ২ সমিতির তৃণমূল সদস্য নূর নবী মণ্ডল সহ দলের কর্মী সমর্থকরা। তাঁরাও আগুন নেভানোর কাজে হাত লাগান।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে হাজির হয় পুলিশও। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। এই অগ্নিকাণ্ডে আহত ও অসুস্থ মোট ৪ জনকে খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন খানাকুল ২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য নূর নবী মণ্ডল।