ব্লক যুব সভাপতির নির্দেশ নিয়ে অস্বস্তিতে তৃণমূল

প্রতীকী ছবি (File Photo: IANS)

এলাকায় ঘুরে ঘুরে তােলাবাজি করতে হবে। নির্দেশ ব্লক যুব তৃণমূল সভাপতি। প্রতিবাদে গণ পদত্যাগ এলাকার যুব তৃণমূল নেতাদের মােলদা গাজোলের ঘটনা। গােটা ঘটনা নিয়ে চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। মালদর গাজলের যুব তৃণমূল সভাপতি রাজকুমার সরকারের বিরুদ্ধে। অভিযােগ এনেছেন গাজলের আলাল এলাকার যুব তৃণমূল নেতৃত্ব। 

তাদের অভিযােগ রাজকুমার সরকার গাজোলের এক নম্বর তােলাবাজ। পদত্যাগকারী আলাল অঞ্চলের যুব সভাপতি তৌসিফ জামান জানান, ব্লক যুব সভাপতি রাজকুমার সরকার যুব তৃণমূল কর্মীদের নির্দেশ জারি করেছে গ্রামে গ্রামে ঘুরে তােলাবাজি করে তাকে টাকা তুলে দিতে হবে। কিন্তু তা করতে অস্বীকার দলের নেতৃত্বে একাংশের। প্রতিবাদে ১২ জন যুব তৃণমূল নেতা দল থেকে পদত্যাগ করেছেন। আমরা মাদার তৃণমূলের হয়ে কাজ করবাে। 

গােটা ঘটনা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তার বিরুদ্ধে এ ধ্বনের অভিযােগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত নেতা রাজকুমার সরকার। সে সংবাদমাধ্যমের মুখােমুখি হতে চাননি। 


গাজোলের দায়িত্বপ্রাপ্ত মালদা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, ভয়ঙ্কর অভিযাে। দল গােটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যুব তৃণমূলের সভাপতি যদি দোষ প্রমাণিত হয় দল কঠোর ব্যবস্থা নেবে। 

গােটা ঘটনা নিয়ে আসরে নেমেছে বিজেপি। বিজেপির মালদা জেলা সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, তৃণমূল দলটাই তােলাবাজদের দলে পরিণত হয়েছে। উপর থেকে নিচ সব নেতৃত্বে প্রায় এক এক জন বড় ধরনের তােলাবাজ। যে সকল যুবা সুস্থ রাজনীতি করতে চান তারা বিজেপিতে যােগদান করতে পারেন। এখানে কাজ করার সুযােগ পাবেন সম্মান পাবেন। আর কয়েক দিনের অপেক্ষা।