তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় আহত চারজন, চন্দ্রকোনা টাউনে উত্তেজনা

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানা এলাকায়। ঘটনায় গুরুত্র আহত ৩ বিজেপি কর্মী ও ১ জন তৃণমূল কর্মী।

Written by SNS West Midnapore | January 12, 2021 9:00 am

প্রতীকী ছবি (File Photo: IANS)

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানা এলাকায়। ঘটনায় গুরুত্র আহত ৩ বিজেপি কর্মী ও ১ জন তৃণমূল কর্মী।

বিজেপির অভিযােগ শনিবার রাতে আর নয় অন্যায় কর্মসূচির ছিল চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কামারগাড়ি এলাকায়। আর ওই কর্মসুচি সেরে বাড়ি ফেরার পথে ৫ বিজেপি কর্মী সমর্থকের উপর অতর্কিত হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা। ভাঙচুর করা হয় দুটি মােটর বাইক।

রাতেই আহত অবস্থায় ৩ জনকে ভর্তি করা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে, ১ জনের শরীরিক অবস্থার অবনতি হলে পাঠানাে হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

অপরদিকে তৃণমূলের অভিযােগ, রাতে তৃণমূল কর্মী সুকুমার ঘােষ বাড়ি ফেরার সময় বিজেপির কর্মী-সমর্থকেরা তার ওপর অতর্কিতে হামলা চালায়, আশঙ্কাজনক অবস্থায় তাকেও রাতেই ভর্তি করা হয় হাসপাতালে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রয়েছে চরম উত্তেজনা।

এখনাে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিসবাহিনী। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযােগ দায়ের করেছে।