তৃণমূল ও বিজেপি একত্রে বাংলার সম্প্রীতি ধ্বংস করছে, মন্তব্য তন্ময়ের

প্রতীকী ছবি (File Photo: IANS)

তৃণমূল ও বিজেপি একত্রে বাংলার সম্প্রীতি ধ্বংস করছে। এমনই বিস্ফোরক দাবি করলেন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য।

শুক্রবার রাতে বারাসত উত্তর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে এক সমাবেশে উপস্থিত হয়ে তৃণমূল ও বিজেপিকে এক আসনে বসিয়ে আক্রমণ শানাতে গিয়ে তন্ময় দাবি করেন, তৃণমূল ও বিজেপি যৌথ উদ্যোগেই বাংলার সম্প্রীতির পরিবেশ ধ্বংস হচ্ছে। তিনি আরও বলেন, তৃণমূলের সন্ত্রাস ও পুলিশের বাধা উপেক্ষা করে আজ এখানে আমাদের কর্মীরা উপস্থিত হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরােধী নীতির বিরুদ্ধে আমাদের সকলকে সােচ্চার হতে হবে। বর্তমানে বাংলার মানুষের যে দুর্দিন এসেছে তার জন্য রাজ্য সরকার দায়ী।

সভায় সভাপতিত্ব করেন খায়রুল আলম। এছাড়াও সভায় বক্তব্য রাখেন দেবব্রত বসু, অনুপ দে, অতনু দে। সভায় রাজ্য কমিটির সদস্য আহমেদ আলি খান বলেন, তৃণমুলের দুর্নীতির কোনাে লাগাম নেই, সব কাজেই দুর্নীতি জড়িয়ে গিয়েছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে তা নাহলে বাংলার মানুষের ভবিষ্যতে আরও দুর্দিন আসতে চলেছে।