দাম কমার লক্ষণ নেই বরং বাড়বে, ধনতেরাসে হালকা নয় ভারী গয়নায় ঝোঁক

প্রতিনিধিত্বমূলক চিত্র

শনিবার ধনতেরাস। এদিকে ধনতেরাসের আগে লাফিয়ে বেড়েছে সোনা রুপোর দাম। তবু গত বেশ কয়েকবছর ধরেই এই দিনে বাঙালির গয়না কেনার হিড়িক বেড়েছে। কেন এই দিনে ধাতু কেনার হিড়িক থাকে? ধনতেরাসের উৎপত্তি ধনত্রয়োদশী থেকে। পুরাণ মতে, এই তিথি হল দেবী লক্ষ্মী এবং বৈদিক দেবতা ধন্বন্তরির জন্মতিথি। দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে ত্রয়োদশী তিথিতে সোনা বা রুপো কিংবা কোনও ধাতু কেনার চল রয়েছে। 

শ্রীবৃদ্ধির আশায় এমনদিনে ঘরে সোনা কিনবেন ভাবলে, দেরি না করে কিনে ফেলুন। কারণ ক্রমেই হুহু করে বাড়ছে সোনা-রুপোর দাম। আগের বছরের সঙ্গে এবছরের তুলনা করলেই বোঝা যাবে মাত্র একবছরের মাথাতেই কী হারে বেড়েছে  সোনার দাম। 

গতবছর কলকাতায় ধনতেরাসের দিন ২২ ক্যারেট গহনার সোনার দাম ছিল ৭৫,১০০ টাকা। এবছর সেই সোনার দাম যাচ্ছে ১,২৫, ১০০ টাকা। অর্থাৎ মাত্র ১ বছরের মধ্যে প্রায় ৫০ হাজার টাকা বেড়েছে সোনার দাম, এবং বিশ্ব অর্থনীতির দিকে তাকালে বোঝা যাবে এই দাম পরবর্তীতে আরও বাড়বে। গত মাত্র ১ সপ্তাহে হলমার্ক সোনার দাম ১১ হাজার টাকা বেড়েছে। 


স্বর্ণ ব্যবসায়ীদেরও দাবি, পরবর্তীতেও সোনার দাম কমার কোনও লক্ষণই নেই। তবে দাম বাড়ছে বলে কি বিক্রি বাট্টা কমেছে সোনার? না একেবারেই নয়, বরং তাঁদের দাবি দাম যত বাড়ছে ভারী গয়না কেনার প্রতি ঝোঁক বাড়ছে ক্রেতাদের। মাঝে হালকা  গয়নার চাহিদা বেড়েছিল, কিন্তু এই মুহূর্তে ক্রেতারা বিনিয়োগের দিকেই মন দিচ্ছেন। 

এই সময় কিন্তু পুরনো গয়না ভেঙে নতুন কিছু গড়িয়ে নেওয়ারও আদর্শ সময়। কারণ আগের কিছু গয়না নষ্ট বা ভাঙা অবস্থায় পড়ে থাকলে, আজকের তারিখে তা দিয়ে গয়না গড়িয়ে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।